আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১১. অধ্যায়ঃ হজ্জ
হাদীস নং: ১৭৩৬
অধ্যায়ঃ হজ্জ
রমযান মাসে উমরা আদায়ের প্রতি উৎসাহ দান
১৭৩৬. হযরত আবূ মাকিল (রা) সূত্রে নবী করীম থেকে বর্ণিত। তিনি বলেছেন: রমযানে উমরা পালন একটি হজ্জ পালনের সমান হয়।
(হাদীসটি ইব্ন মাজাহ বর্ণনা করেছেন।)
(হাদীসটি ইব্ন মাজাহ বর্ণনা করেছেন।)
كتاب الْحَج
التَّرْغِيب فِي الْعمرَة فِي رَمَضَان
1736- وَعَن أبي معقل رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ عمْرَة فِي رَمَضَان تعدل حجَّة
رَوَاهُ ابْن مَاجَه
رَوَاهُ ابْن مَاجَه