আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১১. অধ্যায়ঃ হজ্জ

হাদীস নং: ১৭৩৫
অধ্যায়ঃ হজ্জ
রমযান মাসে উমরা আদায়ের প্রতি উৎসাহ দান
১৭৩৫. আবু দাউদ ও নাসাঈর অপর একটি বর্ণনায় রয়েছে যে, উম্মে মাকিল বলেছিলেন, ইয়া রাসূলাল্লাহ্! আমি তো এমন মহিলা যে, বার্ধক্যে উপনীত হয়ে গেছি ও রোগগ্রস্ত হয়ে পড়েছি। তাই আমার জন্য কি এমন কোন কাজ রয়েছে, যা আমার হজ্জের বিকল্প হবে? রাসূলুল্লাহ্ ﷺ বললেন, রমযানে উমরা পালন একটি হজ্জের সমান।
كتاب الْحَج
التَّرْغِيب فِي الْعمرَة فِي رَمَضَان
1735- وَفِي رِوَايَة لابي دَاوُد وَالنَّسَائِيّ عَنْهَا أَنَّهَا قَالَت يَا رَسُول الله إِنِّي امْرَأَة قد كَبرت وسقمت فَهَل من عمل يَجْزِي عني من حجتي
قَالَ عمْرَة فِي رَمَضَان تعدل حجَّة
قفل محركة أَي رَجَعَ من سَفَره
tahqiqতাহকীক:তাহকীক চলমান