আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১১. অধ্যায়ঃ হজ্জ

হাদীস নং: ১৭৩১
অধ্যায়ঃ হজ্জ
রমযান মাসে উমরা আদায়ের প্রতি উৎসাহ দান
১৭৩১. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ হজ্জের ইচ্ছা করলেন। এক মহিলা তার স্বামীকে বলল, আমাকে রাসূলুল্লাহ ﷺ -এর সাথে হজ্জ পালনের ব্যবস্থা করে দিন। স্বামী বলল, তোমাকে হজ্জ করানোর মত কোন বাহন আমার কাছে নেই। মহিলাটি বলল, আপনার অমুক উটটি দিয়ে আমাকে হজ্জ করিয়ে আনুন। স্বামী বলল, এটি তো আমি আল্লাহর পথে জিহাদের জন্য আবদ্ধ করে রেখেছি। তারপর লোকটি রাসুলুল্লাহ্ ﷺ -এর নিকট আসল এবং বলল আমার স্ত্রী আপনাকে সালাম দিয়েছে। আর সে আপনার সাথে হজ্জ করার ব্যবস্থা করে দিতে আমাকে অনুরোধ করেছে। আমি বলেছি যে, তোমাকে হজ্জে প্রেরণের মত কোন বাহন আমার কাছে নেই। সে তখন বলেছিল, আপনার অমুক উাটটি দিয়ে আমাকে হজ্জে প্রেরণ করুন। আমি বললাম, এটি তো মহান আল্লাহর পথে আবদ্ধ। রাসুলুল্লাহ ﷺ তখন বললেন, তুমি যদি এটি দিয়ে তাকে হজ্জে প্রেরণ করতে, তবে আল্লাহর পথে জিহাদ হয়ে যেত। লোকটি আরও বলল, আমার স্ত্রী আমাকে আপনার কাছে একথাও জিজ্ঞাস্য করতে বলেছে যে, কোন কাজটি আপনার সাথে হজ্জ পালনের সমতুল্য হবে। রাসূলুল্লাহ ﷺ বললেন: তাকে আমার সালাম দিয়ে বলবে যে, রমযান মাসে উমরা পালন আমার সাথে হজ্জ আদায়ের সমতুল্য হবে।
(হাদীসটি আবু দাউদ ও ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। তাঁরা উভয়েই ঘটনাটিসহ হাদীসটি বর্ণনা করেন। হাদীসের এ শব্দমালা আবু দাউদের। শেষাংশটি উভয়ের নিকটই একই রূপ।)
كتاب الْحَج
التَّرْغِيب فِي الْعمرَة فِي رَمَضَان
1731- عَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ أَرَادَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الْحَج فَقَالَت امْرَأَة لزَوجهَا أحججني مَعَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ مَا عِنْدِي مَا أحججك عَلَيْهِ فَقَالَت أحججني على جملك فلَان قَالَ ذَاك حبيس فِي سَبِيل الله عز وَجل فَأتى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ إِن امْرَأَتي تقْرَأ عَلَيْك السَّلَام وَرَحْمَة الله وَإِنَّهَا سَأَلتنِي الْحَج مَعَك فَقلت مَا عِنْدِي مَا أحججك عَلَيْهِ قَالَت أحججني على جملك فلَان فَقلت ذَاك حبيس فِي سَبِيل الله عز وَجل فَقَالَ أما إِنَّك لَو أحججتها عَلَيْهِ كَانَ فِي سَبِيل الله
قَالَ وَإِنَّهَا أَمرتنِي أَن أَسأَلك مَا يعدل حجَّة مَعَك قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أقرئها السَّلَام وَرَحْمَة الله وَبَرَكَاته وأخبرها أَنَّهَا تعدل حجَّة معي عمْرَة فِي رَمَضَان

رَوَاهُ أَبُو دَاوُد وَابْن خُزَيْمَة فِي صَحِيحه كِلَاهُمَا بالقصة وَاللَّفْظ لأبي دَاوُد وَآخره عِنْدهمَا سَوَاء
tahqiqতাহকীক:তাহকীক চলমান