আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১১. অধ্যায়ঃ হজ্জ

হাদীস নং: ১৭৩০
অধ্যায়ঃ হজ্জ
হজ্জ ও উমরা আদায়ে অর্থ ব্যয়ের প্রতি উৎসাহ দান এবং হজ্জ ও উমরা পালনে হারাম মাল
ব্যয় করা প্রসঙ্গ
১৭৩০. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ ﷺ বলেছেন: কোন হাজী যখন হালাল সম্পদ নিয়ে হজ করতে রওয়ানা হয় এবং রিকাবে নিজের পা রাখে এবং 'লাব্বায়কা আল্লাহুম্মা লাব্বায়কা। বলে, তখন আরশ থেকে একজন ঘোষণাকারী বলেন, হ্যাঁ, তুমি হাজির হয়েছ, তুমি সাড়া দিয়েছ। তোমার পাথেয় হালাল, তোমার বাহনটিও হালাল। তোমার হজ্জ হবে পুণ্যময় ও গুনাহমুক্ত। আর যখন কেউ হারাম ও অপবিত্র মাল নিয়ে হজ্জ করতে বের হয় এবং রিকাবে তার পা রেখে 'লাব্বায়কা' বলে, তখন আকাশ থেকে একজন ঘোষণাকারী বলে, তুমি হাযির হওনি, তুমি সাড়া দাওনি। তোমার পাথেয়টি হারাম, তোমার অর্থও হারাম। তোমার হজ্জ হবে গুনাহ মিশ্রিত, এটি পুণ্যময় হজ্জ নয়।
(হাদীসটি তাবারানী তাঁর 'আওসাতে' বর্ণনা করেছেন। ইস্পাহানীও এটি হযরত উমর (রা)-এর আযাদকৃত দাস আসলাম থেকে মুরসাল পদ্ধতিতে সংক্ষিপ্তভাবে বর্ণনা করেছেন।)
كتاب الْحَج
التَّرْغِيب فِي النَّفَقَة فِي الْحَج وَالْعمْرَة وَمَا جَاءَ فِيمَن أنْفق فيهمَا من مَال حرَام
1730- وَرُوِيَ عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِذا خرج الْحَاج حَاجا بِنَفَقَة طيبَة وَوضع رجله فِي الغرز فَنَادَى لبيْك اللَّهُمَّ لبيْك
ناداه مُنَاد من السَّمَاء لبيْك وَسَعْديك زادك حَلَال وراحلتك حَلَال وحجك مبرور غير مأزور وَإِذا خرج بِالنَّفَقَةِ الخبيثة فَوضع رجله فِي الغرز فَنَادَى لبيْك ناداه مُنَاد من السَّمَاء لَا لبيْك وَلَا
سعديك زادك حرَام ونفقتك حرَام وحجك مأزور غير مبرور رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَرَوَاهُ الْأَصْبَهَانِيّ من حَدِيث أسلم مولى عمر بن الْخطاب مُرْسلا مُخْتَصرا
tahqiqতাহকীক:তাহকীক চলমান