আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১১. অধ্যায়ঃ হজ্জ

হাদীস নং: ১৭২৯
অধ্যায়ঃ হজ্জ
হজ্জ ও উমরা আদায়ে অর্থ ব্যয়ের প্রতি উৎসাহ দান এবং হজ্জ ও উমরা পালনে হারাম মাল
ব্যয় করা প্রসঙ্গ
১৭২৯. হযরত জাবির ইবন আবদুল্লাহ্ (রা) থেকে মারফু' সূত্রে বর্ণিত। তিনি বলেন, কোন হজ্বকারী ব্যক্তি নিঃস্ব হয় না। জাবের রা.কে ইমআর শব্দের উদ্দেশ্য কী জিজ্ঞেস করা হলে তিনি বলেন, অভাব-অনটন।
(হাদীসটি তাবারানী তাঁর 'আওসাতে' বর্ণনা করেছেন। বায্যারও এটি বর্ণনা করেন। এর সনদের রাবীগণ সহীহ গ্রন্থের রাবীদের মতই।)
كتاب الْحَج
التَّرْغِيب فِي النَّفَقَة فِي الْحَج وَالْعمْرَة وَمَا جَاءَ فِيمَن أنْفق فيهمَا من مَال حرَام
1729- وَعَن جَابر بن عبد الله رَضِي الله عَنْهُمَا رَفعه قَالَ مَا أمعر حَاج قطّ
قيل لجَابِر مَا الإمعار قَالَ مَا افْتقر

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَالْبَزَّار وَرِجَاله رجال الصَّحِيح
tahqiqতাহকীক:তাহকীক চলমান