আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১১. অধ্যায়ঃ হজ্জ

হাদীস নং: ১৭২৮
অধ্যায়ঃ হজ্জ
হজ্জ ও উমরা আদায়ে অর্থ ব্যয়ের প্রতি উৎসাহ দান এবং হজ্জ ও উমরা পালনে হারাম মাল
ব্যয় করা প্রসঙ্গ
১৭২৮. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ ﷺ বলেছেন: হজ্জ পালনকারী ও উমরা আদায়কারীগণ আল্লাহর মেহমান। তারা যা চায়, আল্লাহ্ তা প্রদান করেন। তারা যে দু'আ করে, আল্লাহ তা কবুল করেন। তারা যা ব্যয় করে, আল্লাহ্ তা বহুগুণ বাড়িয়ে দেন। এক দিরহামে দশ লক্ষ দিরহাম।
(এ হাদীসটিও বায়হাকী বর্ণনা করেছেন।)
كتاب الْحَج
التَّرْغِيب فِي النَّفَقَة فِي الْحَج وَالْعمْرَة وَمَا جَاءَ فِيمَن أنْفق فيهمَا من مَال حرَام
1728- وَرُوِيَ عَن أنس بن مَالك رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الْحجَّاج والعمار وَفد الله عز وَجل يعطيهم مَا سَأَلُوا ويستجيب لَهُم مَا دعوا ويخلف عَلَيْهِم مَا أَنْفقُوا الدِّرْهَم ألف ألف

رَوَاهُ الْبَيْهَقِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান