আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১১. অধ্যায়ঃ হজ্জ
হাদীস নং: ১৭২৭
অধ্যায়ঃ হজ্জ
হজ্জ ও উমরা আদায়ে অর্থ ব্যয়ের প্রতি উৎসাহ দান এবং হজ্জ ও উমরা পালনে হারাম মাল
ব্যয় করা প্রসঙ্গ
ব্যয় করা প্রসঙ্গ
১৭২৭. হযরত আমর ইবন শুয়ায়ব তাঁর পিতা তাঁর পিতামহ (রা) সূত্রে বর্ণিত যে, রাসুলুল্লাহ ﷺ বলেছেন। হজ্জ পালনকারী ও উমরা পালনকারীগণ আল্লাহর মেহমান। তারা কোন কিছু চাইলে তাদেরকে দেয়া হবে, দু'আ করলে কবুল করা হবে। তারা কিছু ব্যয় করলে বর্ধিত হিসেবে পাবে। ঐ সত্তার শপথ, যাঁর হাতে আবুল কাসিম (সা)-এর জীবন। কোন তাকবীর পাঠকারী যখন কোন উঁচু স্থানে তাকবীর পাঠ করে, আর কোন তাহলীল পাঠকারী যখন কোন টিলায় উঠে তাহলীল পাঠ করে, তখন তার সম্মুখস্থ ভূখণ্ডের সকল মাখলুক তাকবীর ও তাহলীল পাঠ করতে শুরু করে।
(হাদীসটি বায়হাকী বর্ণনা করেছেন।)
(হাদীসটি বায়হাকী বর্ণনা করেছেন।)
كتاب الْحَج
التَّرْغِيب فِي النَّفَقَة فِي الْحَج وَالْعمْرَة وَمَا جَاءَ فِيمَن أنْفق فيهمَا من مَال حرَام
1727- وَرُوِيَ عَن عَمْرو بن شُعَيْب عَن أَبِيه عَن جده رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الْحجَّاج والعمار وَفد الله إِن سَأَلُوا أعْطوا وَإِن دعوا أجِيبُوا وَإِن أَنْفقُوا أخلف لَهُم
وَالَّذِي نفس أبي الْقَاسِم بِيَدِهِ مَا كبر مكبر على نشز وَلَا أهل مهل على شرف من الْأَشْرَاف إِلَّا أهل مَا بَين يَدَيْهِ وَكبر حَتَّى يَنْقَطِع مِنْهُ مُنْقَطع التُّرَاب
رَوَاهُ الْبَيْهَقِيّ
وَالَّذِي نفس أبي الْقَاسِم بِيَدِهِ مَا كبر مكبر على نشز وَلَا أهل مهل على شرف من الْأَشْرَاف إِلَّا أهل مَا بَين يَدَيْهِ وَكبر حَتَّى يَنْقَطِع مِنْهُ مُنْقَطع التُّرَاب
رَوَاهُ الْبَيْهَقِيّ