আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১১. অধ্যায়ঃ হজ্জ
হাদীস নং: ১৭২৬
অধ্যায়ঃ হজ্জ
হজ্জ ও উমরা আদায়ে অর্থ ব্যয়ের প্রতি উৎসাহ দান এবং হজ্জ ও উমরা পালনে হারাম মাল
ব্যয় করা প্রসঙ্গ
ব্যয় করা প্রসঙ্গ
১৭২৬. তাবারানী ‘আওসাত’ হতে হযরত আনাস ইবন মালিক (রা) থেকেও বর্ণনা করেছেন যে তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ হজ্জ আদায়ের অর্থ ব্যয় আল্লাহর পথে জিহাদের অর্থ ব্যয়ের মতই। এক দিরহামে সাতশ' দিরহামের পুণ্য।
كتاب الْحَج
التَّرْغِيب فِي النَّفَقَة فِي الْحَج وَالْعمْرَة وَمَا جَاءَ فِيمَن أنْفق فيهمَا من مَال حرَام
1726- وروى الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط أَيْضا عَن أنس بن مَالك رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم النَّفَقَة فِي الْحَج كَالنَّفَقَةِ فِي سَبِيل الله الدِّرْهَم بسبعمائة