আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১১. অধ্যায়ঃ হজ্জ
হাদীস নং: ১৭৩২
অধ্যায়ঃ হজ্জ
রমযান মাসে উমরা আদায়ের প্রতি উৎসাহ দান
১৭৩২. এ হাদীসটি বুখারী, নাসাঈ ও ইবন মাজাহ সংক্ষিপ্ত আকারে এভাবে বর্ণনা করেছেন: রমযানে উমরা পালন একটি হজ্জ পালনের সমান। মুসলিম এটি এভাবে বর্ণনা করেন। রাসূলুল্লাহ ﷺ হযরত উম্মে সিনান (রা) নামের এক আনসারী মহিলাকে বলেছিলেন, আমাদের সাথে হজ্জ আদায়ে তোমাকে কিসে বাধা দিল? সে বলল, আমাদের মাত্র দু'টি উট রয়েছে। ছেলের পিতা ও ছেলে একটি নিয়ে হজ্জ করতে গিয়েছেন। আর একটি বাড়িতে পানি সরবরাহের জন্য রেখে গিয়েছেন। এটি দিয়ে আমরা পানির ব্যবস্থা করি। রাসূলুল্লাহ ﷺ বললেন: যখন রমযান আসবে, তখন তুমি উমরা আদায় করে নিও। কেননা রমযানে উমরা পালন একটি হজ্জ আদায়ের সমতুল্য।
অপর বর্ণনায় রয়েছে, একটি হজ্জ আদায়ের সমান অথবা আমার সাথে একটি হজ্জ পালনের সমান।
অপর বর্ণনায় রয়েছে, একটি হজ্জ আদায়ের সমান অথবা আমার সাথে একটি হজ্জ পালনের সমান।
كتاب الْحَج
التَّرْغِيب فِي الْعمرَة فِي رَمَضَان
1732- وَرَوَاهُ البُخَارِيّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه مُخْتَصرا عمْرَة فِي رَمَضَان تعدل حجَّة
وَمُسلم وَلَفظه قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لامْرَأَة من الْأَنْصَار يُقَال لَهَا أم سِنَان مَا مَنعك أَن تحجي مَعنا
قَالَت لم يكن لنا إِلَّا ناضحان فحج أَبُو وَلَدهَا وَابْنهَا على نَاضِح وَترك لنا ناضحا ننضح عَلَيْهِ
قَالَ فَإِذا جَاءَ رَمَضَان فاعتمري فَإِن عمْرَة فِي رَمَضَان تعدل حجَّة
وَفِي رِوَايَة لَهُ تعدل حجَّة أَو حجَّة معي
وَمُسلم وَلَفظه قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لامْرَأَة من الْأَنْصَار يُقَال لَهَا أم سِنَان مَا مَنعك أَن تحجي مَعنا
قَالَت لم يكن لنا إِلَّا ناضحان فحج أَبُو وَلَدهَا وَابْنهَا على نَاضِح وَترك لنا ناضحا ننضح عَلَيْهِ
قَالَ فَإِذا جَاءَ رَمَضَان فاعتمري فَإِن عمْرَة فِي رَمَضَان تعدل حجَّة
وَفِي رِوَايَة لَهُ تعدل حجَّة أَو حجَّة معي