আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১১. অধ্যায়ঃ হজ্জ

হাদীস নং: ১৭২৩
অধ্যায়ঃ হজ্জ
অধ্যায়: হজ্জ
হজ্জ ও উমরার প্রতি উৎসাহ দান এবং এগুলো আদায় করতে বের হয়ে যারা মারা যায় তাদের প্রসঙ্গ
১৭২৩. মুসলিমের অপর এক বর্ণনায় রয়েছে। তারপর রাসুলুল্লাহ ﷺ তাদেরকে নির্দেশ দিলেন যে, তাকে বরইপাতা সিদ্ধ পানিতে গোসল দাও এবং তার মুখ খোলা রাখ। রাবী বলেন, আমার ধারণা যে, তিনি মাথা খোলা রাখার কথাও বলেছিলেন। কেননা সে তালবিয়া পাঠরত অবস্থায় উত্থিত হবে।
كتاب الْحَج
كتاب الْحَج
التَّرْغِيب فِي الْحَج وَالْعمْرَة وَمَا جَاءَ فِيمَن خرج يقصدهما فَمَاتَ
1723- وَفِي رِوَايَة لمُسلم فَأَمرهمْ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَن يغسلوه بِمَاء وَسدر وَأَن يكشفوا وَجهه حسبته قَالَ وَرَأسه فَإِنَّهُ يبْعَث وَهُوَ يهل
وقصته نَاقَته مَعْنَاهُ رمته نَاقَته فَكسرت عُنُقه
وَكَذَلِكَ فأقصعته
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৭২৩ | মুসলিম বাংলা