আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১১. অধ্যায়ঃ হজ্জ

হাদীস নং: ১৭২৪
অধ্যায়ঃ হজ্জ
হজ্জ ও উমরা আদায়ে অর্থ ব্যয়ের প্রতি উৎসাহ দান এবং হজ্জ ও উমরা পালনে হারাম মাল
ব্যয় করা প্রসঙ্গ
১৭২৪. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ ﷺ তাঁকে উমরা পালনের সময় বলেছিলেন, তোমার কষ্ট স্বীকার ও অর্থ ব্যয় অনুযায়ী তোমার জন্য পুণ্য রয়েছে।
(হাদীসটি হাকিম বর্ণনা করেছেন এবং বলেছেন যে, এটি বুখারী ও মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ্। হাকিমের আরও একটি বিশুদ্ধ বর্ণনায় এমন রয়েছে। তোমার উমরা পালনে তোমার অর্থ ব্যয় অনুযায়ী পুণ্য রয়েছে।)
كتاب الْحَج
التَّرْغِيب فِي النَّفَقَة فِي الْحَج وَالْعمْرَة وَمَا جَاءَ فِيمَن أنْفق فيهمَا من مَال حرَام
1724- عَن عَائِشَة رَضِي الله عَنْهَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَهَا فِي عمرتها إِن لَك من
الْأجر على قدر نصبك ونفقتك

رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح على شَرطهمَا

وَفِي رِوَايَة لَهُ وصححها إِنَّمَا أجرك فِي عمرتك على قدر نَفَقَتك
النصب هُوَ التَّعَب وزنا وَمعنى
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৭২৪ | মুসলিম বাংলা