আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১১. অধ্যায়ঃ হজ্জ
হাদীস নং: ১৭২২
অধ্যায়ঃ হজ্জ
অধ্যায়: হজ্জ
হজ্জ ও উমরার প্রতি উৎসাহ দান এবং এগুলো আদায় করতে বের হয়ে যারা মারা যায় তাদের প্রসঙ্গ
হজ্জ ও উমরার প্রতি উৎসাহ দান এবং এগুলো আদায় করতে বের হয়ে যারা মারা যায় তাদের প্রসঙ্গ
১৭২২. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, এক সময় জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ ﷺ -এর সঙ্গে আরাফায় অবস্থান করছিল। হঠাৎ লোকটি তার বাহনটি থেকে ছিটকে নীচে পড়ে গেল এবং সেটি তাকে মেরে ফেলল। রাসুলুল্লাহ্ ﷺ তখন বললেন, এ লোকটিকে বরইপাতা সিদ্ধ পানিতে গোসল দাও এবং তার গায়ের দু'টি কাপড় দিয়েই কাফন পরিয়ে দাও। তার মাথাটি ঢাকবে না। কেননা তালবিয়া পাঠরত অবস্থায়ই তাকে উঠানো হবে।
(হাদীসটি বুখারী, মুসলিম ও ইবন খুযায়মা বর্ণনা করেছেন। তদের অপর এক বর্ণনায় রয়েছেঃ জনৈক ব্যাক্তি নবী করীম ﷺ -এর সাথে ইহরাম অবস্থায় ছিল। আর উষ্ট্রীটি তাকে নীচে ফেলে দিলে এবং সে মারা গেল। রাসূলুল্লাহ্ ﷺ বললেন : তাকে বরইপাতা সিদ্ধ পানিতে গোসল দাও এবং তার গায়ের দুটি কাপড় দিয়েই কাফন পরিয়ে নাও। তাকে কোন প্রকার সুগন্ধ স্পর্শ করিও না এবং তার মাথা ঢেকে দিও না।* কেননা কিয়ামতের দিন তালবিয়া পাঠরত অবস্থায় সে উত্থিত হবে।)
*হজের সময় তালবিয়া পাঠকালে যেহেতু ইহরাম পরা থাকে এবং ইহরামকালে মাথা খোলা রাখা এবং সুগন্ধি ব্যবহার না করাটি শরীয়তের বিধান, এজন্য তাঁর ক্ষেত্রে এরূপ আদেশ দেয়া হয়েছিল।
(হাদীসটি বুখারী, মুসলিম ও ইবন খুযায়মা বর্ণনা করেছেন। তদের অপর এক বর্ণনায় রয়েছেঃ জনৈক ব্যাক্তি নবী করীম ﷺ -এর সাথে ইহরাম অবস্থায় ছিল। আর উষ্ট্রীটি তাকে নীচে ফেলে দিলে এবং সে মারা গেল। রাসূলুল্লাহ্ ﷺ বললেন : তাকে বরইপাতা সিদ্ধ পানিতে গোসল দাও এবং তার গায়ের দুটি কাপড় দিয়েই কাফন পরিয়ে নাও। তাকে কোন প্রকার সুগন্ধ স্পর্শ করিও না এবং তার মাথা ঢেকে দিও না।* কেননা কিয়ামতের দিন তালবিয়া পাঠরত অবস্থায় সে উত্থিত হবে।)
*হজের সময় তালবিয়া পাঠকালে যেহেতু ইহরাম পরা থাকে এবং ইহরামকালে মাথা খোলা রাখা এবং সুগন্ধি ব্যবহার না করাটি শরীয়তের বিধান, এজন্য তাঁর ক্ষেত্রে এরূপ আদেশ দেয়া হয়েছিল।
كتاب الْحَج
كتاب الْحَج
التَّرْغِيب فِي الْحَج وَالْعمْرَة وَمَا جَاءَ فِيمَن خرج يقصدهما فَمَاتَ
التَّرْغِيب فِي الْحَج وَالْعمْرَة وَمَا جَاءَ فِيمَن خرج يقصدهما فَمَاتَ
1722- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ بَينا رجل وَاقِف مَعَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم بِعَرَفَة إِذْ وَقع عَن رَاحِلَته فأقصعته فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم اغسلوه بِمَاء وَسدر وكفنوه بثوبيه وَلَا تخمروا رَأسه وَلَا تحنطوه فَإِنَّهُ يبْعَث يَوْم الْقِيَامَة ملبيا
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَابْن خُزَيْمَة
وَفِي رِوَايَة لَهُم أَن رجلا كَانَ مَعَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فوقصته نَاقَته وَهُوَ محرم فَمَاتَ فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم اغسلوه بِمَاء وَسدر وكفنوه فِي ثوبيه وَلَا تمسوه بِطيب وَلَا تخمروا رَأسه فَإِنَّهُ يبْعَث يَوْم الْقِيَامَة ملبيا
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَابْن خُزَيْمَة
وَفِي رِوَايَة لَهُم أَن رجلا كَانَ مَعَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فوقصته نَاقَته وَهُوَ محرم فَمَاتَ فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم اغسلوه بِمَاء وَسدر وكفنوه فِي ثوبيه وَلَا تمسوه بِطيب وَلَا تخمروا رَأسه فَإِنَّهُ يبْعَث يَوْم الْقِيَامَة ملبيا