আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১১. অধ্যায়ঃ হজ্জ
হাদীস নং: ১৭১৯
অধ্যায়ঃ হজ্জ
অধ্যায়: হজ্জ
হজ্জ ও উমরার প্রতি উৎসাহ দান এবং এগুলো আদায় করতে বের হয়ে যারা মারা যায় তাদের প্রসঙ্গ
হজ্জ ও উমরার প্রতি উৎসাহ দান এবং এগুলো আদায় করতে বের হয়ে যারা মারা যায় তাদের প্রসঙ্গ
১৭১৯. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ ﷺ বলেছেন। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টিলাভের উদ্দেশ্যে হজ্জ অথবা উমরা আদায় করতে বের হল এবং এ পথে মারা গেল, তার কোন হিসাব-নিকাশ নেয়া হবে না। তাকে বলা হবে, তুমি জান্নাতে প্রবেশ কর। রাসুলুল্লাহ্ ﷺ আরও বলেনঃ নিশ্চয়ই আল্লাহ্ তওয়াফকারীদের নিয়ে গর্ব করেন।
(হাদীসটি তাবারানী, আবু ইয়ালা, দারা কুতনী ও বায়হাকী বর্ণনা করেছেন।)
(হাদীসটি তাবারানী, আবু ইয়ালা, দারা কুতনী ও বায়হাকী বর্ণনা করেছেন।)
كتاب الْحَج
كتاب الْحَج
التَّرْغِيب فِي الْحَج وَالْعمْرَة وَمَا جَاءَ فِيمَن خرج يقصدهما فَمَاتَ
التَّرْغِيب فِي الْحَج وَالْعمْرَة وَمَا جَاءَ فِيمَن خرج يقصدهما فَمَاتَ
1719- وَرُوِيَ عَن عَائِشَة رَضِي الله عَنْهَا قَالَت قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من خرج فِي هَذَا الْوَجْه لحج أَو عمْرَة فَمَاتَ فِيهِ لم يعرض وَلم يُحَاسب وَقيل لَهُ ادخل الْجنَّة
قَالَت وَقَالَ
رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن الله يباهي بالطائفين
رَوَاهُ الطَّبَرَانِيّ وَأَبُو يعلى وَالدَّارَقُطْنِيّ وَالْبَيْهَقِيّ
قَالَت وَقَالَ
رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن الله يباهي بالطائفين
رَوَاهُ الطَّبَرَانِيّ وَأَبُو يعلى وَالدَّارَقُطْنِيّ وَالْبَيْهَقِيّ