আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১১. অধ্যায়ঃ হজ্জ

হাদীস নং: ১৭২০
অধ্যায়ঃ হজ্জ
অধ্যায়: হজ্জ
হজ্জ ও উমরার প্রতি উৎসাহ দান এবং এগুলো আদায় করতে বের হয়ে যারা মারা যায় তাদের প্রসঙ্গ
১৭২০. হযরত জাবির (রা) থেকে বর্ণিত যে, নবী করীম ﷺ বলেছেন: নিশ্চয়ই এ ঘরটি (বায়তুল্লাহ শরীফ) ইসলামের একটি স্তম্ভ বিশেষ। অতএব যে ব্যক্তি হজ্জ অথবা উমরা আদায় করল, সে আল্লাহর যিম্মায় চলে গেল। সে যদি মারা যায়, তবে আল্লাহ তাকে জান্নাতে দাখিল করবেন। আর যদি তার পরিবার-পরিজনের কাছে ফিরিয়ে আনেন, তবে পুণ্য ও মর্যাদাসহ ফিরিয়ে আনবেন।
(হাদীসটি তাবারানী তাঁর 'আওসাতে' বর্ণনা করেছেন।)
كتاب الْحَج
كتاب الْحَج
التَّرْغِيب فِي الْحَج وَالْعمْرَة وَمَا جَاءَ فِيمَن خرج يقصدهما فَمَاتَ
1720- وَرُوِيَ عَن جَابر رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن هَذَا الْبَيْت دعامة من دعائم الْإِسْلَام فَمن حج الْبَيْت أَو اعْتَمر فَهُوَ ضَامِن على الله فَإِن مَاتَ أدخلهُ الْجنَّة وَإِن رده إِلَى أَهله رده بِأَجْر وغنيمة

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط
tahqiqতাহকীক:তাহকীক চলমান