আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১১. অধ্যায়ঃ হজ্জ

হাদীস নং: ১৭১৮
অধ্যায়ঃ হজ্জ
অধ্যায়: হজ্জ
হজ্জ ও উমরার প্রতি উৎসাহ দান এবং এগুলো আদায় করতে বের হয়ে যারা মারা যায় তাদের প্রসঙ্গ
১৭১৮. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ ﷺ বলেছেনঃ যে ব্যক্তি হজ্জ করতে রওয়ানা হল এবং পথিমধ্যে মারা গেল, কিয়ামত পর্যন্ত তার আমলনামায় হজ্জকারীর পুণ্য লিখা হতে থাকবে। আর যে ব্যক্তি উমরা আদায় করতে গিয়ে মারা গেল, কিয়ামত পর্যন্ত তার জন্য উমরা পালনকারীর পুণ্য লিখা হতে থাকবে। অনুরূপভাবে যে ব্যক্তি জিহাদের জন্য রওয়ানা হয়ে মারা গেল, তার আমলনামায় কিয়ামত পর্যন্ত মুজাহিদের পুণ্য লিপিবদ্ধ হতে থাকবে।
(হাদীসটি আবু ইয়ালা মুহাম্মদ ইবন ইসহাক সূত্রে বর্ণনা করেছেন। সনদের অন্যান্যা রাবীগণ নির্ভরযোগ্য।)
كتاب الْحَج
كتاب الْحَج
التَّرْغِيب فِي الْحَج وَالْعمْرَة وَمَا جَاءَ فِيمَن خرج يقصدهما فَمَاتَ
1718- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من خرج حَاجا فَمَاتَ كتب لَهُ أجر الْحَاج إِلَى يَوْم الْقِيَامَة وَمن خرج مُعْتَمِرًا فَمَاتَ كتب لَهُ أجر الْمُعْتَمِر إِلَى يَوْم الْقِيَامَة وَمن خرج غازيا فَمَاتَ كتب لَهُ أجر الْغَازِي إِلَى يَوْم الْقِيَامَة

رَوَاهُ أَبُو يعلى من رِوَايَة مُحَمَّد بن إِسْحَاق وَبَقِيَّة رُوَاته ثِقَات
tahqiqতাহকীক:তাহকীক চলমান