আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১১. অধ্যায়ঃ হজ্জ

হাদীস নং: ১৭১৫
অধ্যায়ঃ হজ্জ
অধ্যায়: হজ্জ
হজ্জ ও উমরার প্রতি উৎসাহ দান এবং এগুলো আদায় করতে বের হয়ে যারা মারা যায় তাদের প্রসঙ্গ
১৭১৫. হযরত সাহল ইবন সা'দ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: কোন মুসলমান যখন কোন সন্ধ্যায় আল্লাহর পথে জিহাদে বের হয়। অথবা 'লা ইলাহা ইল্লাল্লাহ' এবং তালবিয়া পাঠ করতে করতে হজ্জে রওয়ানা হয়, তখন ঐ দিনে সূর্য তার গুনাহকে নিয়ে অস্তমিত হয় এবং সে ব্যক্তি গুনাহ থেকে বেরিয়ে আসে।
(এ হাদীসটিও তাবারানী তাঁর 'আওসাতে' বর্ণনা করেছেন। বেরিয়ে আসে।)
كتاب الْحَج
كتاب الْحَج
التَّرْغِيب فِي الْحَج وَالْعمْرَة وَمَا جَاءَ فِيمَن خرج يقصدهما فَمَاتَ
1715- وَرُوِيَ عَن سهل بن سعد رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا رَاح مُسلم فِي سَبِيل الله مُجَاهدًا أَو حَاجا مهلا أَو ملبيا إِلَّا غربت الشَّمْس بذنوبه وَخرج مِنْهَا

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط أَيْضا
tahqiqতাহকীক:তাহকীক চলমান