আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১১. অধ্যায়ঃ হজ্জ
হাদীস নং: ১৭১৪
অধ্যায়ঃ হজ্জ
অধ্যায়: হজ্জ
হজ্জ ও উমরার প্রতি উৎসাহ দান এবং এগুলো আদায় করতে বের হয়ে যারা মারা যায় তাদের প্রসঙ্গ
হজ্জ ও উমরার প্রতি উৎসাহ দান এবং এগুলো আদায় করতে বের হয়ে যারা মারা যায় তাদের প্রসঙ্গ
১৭১৪. হযরতআবূ যর (রা) থেকে বর্ণিত যে, নবী করীম ﷺ বলেছেন: আল্লাহর নবী দাউদ (আ) বলেছিলেন, হে আমার মাবুদ। তোমার বান্দারা যখন তোমার ঘরে যিয়ারত করতে আসবে, তখন তোমার ওপর তাদের কি হক হবে? আল্লাহ বললেন, প্রত্যেক যিয়ারতকারীরই যিয়ারতকৃত ব্যক্তির উপর হক ও অধিকার থাকে। আমার যিয়ারতকারীদের হক হল এই যে, আমি দুনিয়ায় তাদরকে শান্তিতে রাখব, আর যখন তাদের সাথে সাক্ষাত করব, তখন ক্ষমা করে দিব।
(এ হাদীসটিও তাবারানী 'আওসাত' নামক গ্রন্থে বর্ণনা করেছেন।)
(এ হাদীসটিও তাবারানী 'আওসাত' নামক গ্রন্থে বর্ণনা করেছেন।)
كتاب الْحَج
كتاب الْحَج
التَّرْغِيب فِي الْحَج وَالْعمْرَة وَمَا جَاءَ فِيمَن خرج يقصدهما فَمَاتَ
التَّرْغِيب فِي الْحَج وَالْعمْرَة وَمَا جَاءَ فِيمَن خرج يقصدهما فَمَاتَ
1714- وَرُوِيَ عَن أبي ذَر رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن دَاوُد النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إلهي مَا لِعِبَادِك عَلَيْك إِذا هم زاروك فِي بَيْتك قَالَ لكل زائر حق على المزور حَقًا يَا دَاوُد إِن لَهُم عَليّ أَن أعافيهم فِي الدُّنْيَا وأغفر لَهُم إِذا لقيتهم
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط أَيْضا
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط أَيْضا