আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১১. অধ্যায়ঃ হজ্জ

হাদীস নং: ১৭১৩
অধ্যায়ঃ হজ্জ
অধ্যায়: হজ্জ
হজ্জ ও উমরার প্রতি উৎসাহ দান এবং এগুলো আদায় করতে বের হয়ে যারা মারা যায় তাদের প্রসঙ্গ
১৭১৩. হযরত জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ ﷺ বলেছেন। নিশ্চয়ই কা'বা শরীফের একটি জিহ্ববা ও দু'টি ঠোঁট রয়েছে। সে আল্লাহর কাছে অভিযোগ করে বলেছিল। হে আমার রব। আমার নিকট আগমনকারী ও আমার যিয়ারতকারী তো খুবই কম। মহান আল্লাহ তাকে ওহীর মাধ্যমে বললেন: আমি অবশ্যই বিনয়ী, নম্র ও সিজদাকারী কিছু মানুষ সৃষ্টি করব যারা তোমার দিকে এমন পাগল পারা হয়ে ছুটে আসবে, যেমন কবুতর তার ডিমের দিকে ছুটে যায়।
(হাদীসটি তাবারানী তাঁর 'আওসাতে' বর্ণনা করেছেন।)
كتاب الْحَج
كتاب الْحَج
التَّرْغِيب فِي الْحَج وَالْعمْرَة وَمَا جَاءَ فِيمَن خرج يقصدهما فَمَاتَ
1713- وَرُوِيَ عَن جَابر رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن الْكَعْبَة لَهَا لِسَان وشفتان وَلَقَد اشتكت فَقَالَت يَا رب قل عوادي وَقل زواري فَأوحى الله عز وَجل إِنِّي
خَالق بشرا خشعا سجدا يحنون إِلَيْك كَمَا تحن الْحَمَامَة إِلَى بيضها

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط
tahqiqতাহকীক:তাহকীক চলমান