আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১১. অধ্যায়ঃ হজ্জ

হাদীস নং: ১৭১২
অধ্যায়ঃ হজ্জ
অধ্যায়: হজ্জ
হজ্জ ও উমরার প্রতি উৎসাহ দান এবং এগুলো আদায় করতে বের হয়ে যারা মারা যায় তাদের প্রসঙ্গ
১৭১২. হযরত আবু জাফর মুহাম্মদ ইবন আলী থেকে তাঁর পিতা ও পিতামহ সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ ﷺ বলেছেন: আল্লাহ্ কোন বান্দা-বাঁদী যখন আল্লাহর সন্তুষ্টি অর্জনে নিজের সম্পদ ব্যয় করতে কার্পণ্য করে, তখন অনিবার্যভাবে সে এর চেয়ে বহুগুণ অর্থ আল্লাহর অসন্তুষ্টির কাজে ব্যয় করে ফেলে। আল্লাহর কোন বান্দা যখন দুনিয়ার কোন প্রয়োজনে ইসলামের ফরয হজ্জ পরিত্যাগ করে, তখন সে দেখবে যে, তার সে প্রয়োজন পূরণের পূর্বেই তার পিছনে অবস্থানকারীদের প্রয়োজন মিটে গিয়েছে। আর যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের প্রয়োজন পূরণে এগিয়ে আসে না, সে এমন মানুষের দায়িত্ব গ্রহণে বাধ্য হবে, যাতে সে গুনাহই বহন করবে, কোনরূপ পুণ্যপ্রাপ্ত হবে না।
(এ হাদীসটিও ইস্পাহানী বর্ণনা করেছেন। আর এতে 'মুনকার'-এর দোষ রয়েছে।)
كتاب الْحَج
كتاب الْحَج
التَّرْغِيب فِي الْحَج وَالْعمْرَة وَمَا جَاءَ فِيمَن خرج يقصدهما فَمَاتَ
1712- وَرُوِيَ عَن أبي جَعْفَر مُحَمَّد بن عَليّ عَن أَبِيه عَن جده رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا من عبد وَلَا أمة يضن بِنَفَقَة ينفقها فِيمَا يُرْضِي الله إِلَّا أنْفق أضعافها فِيمَا يسْخط الله وَمَا من عبد يدع الْحَج لحَاجَة من حوائج الدُّنْيَا إِلَّا رأى الْمُخلفين قبل أَن يقْضِي تِلْكَ الْحَاجة يَعْنِي حجَّة الْإِسْلَام وَمَا من عبد يدع الْمَشْي فِي حَاجَة أَخِيه الْمُسلم قضيت أَو لم تقض إِلَّا ابْتُلِيَ بمعونة من يَأْثَم عَلَيْهِ وَلَا يُؤجر فِيهِ

رَوَاهُ الْأَصْبَهَانِيّ أَيْضا وَفِيه نَكَارَة
tahqiqতাহকীক:তাহকীক চলমান