আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১১. অধ্যায়ঃ হজ্জ

হাদীস নং: ১৬৮৮
অধ্যায়ঃ হজ্জ
অধ্যায়: হজ্জ
হজ্জ ও উমরার প্রতি উৎসাহ দান এবং এগুলো আদায় করতে বের হয়ে যারা মারা যায় তাদের প্রসঙ্গ
১৬৮৮. হযরত ইবন শাম্মাসা (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা হযরত আমর ইবনুল আস (রা)-এর নিকট তাঁর মুমূর্ষু অবস্থায় হাযির হলাম। তিনি দীর্ঘ সময় পর্যন্ত কাঁদলেন এবং বললেন, আল্লাহ্ যখন আমার অন্তরে ইসলামের প্রতি আকর্ষণ সৃষ্টি করে দিলেন তখন আমি নবী করীম ﷺ-এর নিকট আসলাম। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ্। আপনার ডান হাতটি বাড়িয়ে দিন, আমি আপনার হাতে ইসলামের বায়আত গ্রহণ করব। তিনি হাত বাড়ালেন, তখন আমি আমার হাত গুটিয়ে নিলাম। রাসূলুল্লাহ ﷺ বললেন, হে আমর। তোমার কি হল? আমি বললাম, আমি একটি শর্ত আরোপ করতে চাই। তিনি বললেন, কি শর্ত তুমি আরোপ করতে চাও? আমি বললাম, আল্লাহ যেন আমার অতীতের গুনাহসমূহ মাফ করে দেন। রাসূলুল্লাহ ﷺ তখন বললেন, হে আমর। তুমি কি অবগত নও যে, ইসলাম তার পূর্ববর্তী গুনাহসমূহ মিটিয়ে দেয়, হিজরত তার পূর্ববর্তী গুনাহসমূহ মিটিয়ে দেয় এবং হজ্জ তার পূর্ববর্তী গুনাহসমূহ মিটিয়ে দেয়?
(হাদীসটি ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে এরূপ সংক্ষিপ্তভাবে বর্ণনা করেছেন। মুসলিম প্রমুখ মুহাদ্দিসগণ এটি আরও বিস্তারিতভাবে বর্ণনা করেন।)
كتاب الْحَج
كتاب الْحَج
التَّرْغِيب فِي الْحَج وَالْعمْرَة وَمَا جَاءَ فِيمَن خرج يقصدهما فَمَاتَ
1688- وَعَن ابْن شماسَة رَضِي الله عَنهُ قَالَ حَضَرنَا عَمْرو بن العَاصِي وَهُوَ فِي سِيَاقَة الْمَوْت فَبكى طَويلا وَقَالَ فَلَمَّا جعل الله الْإِسْلَام فِي قلبِي أتيت النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقلت يَا رَسُول الله ابْسُطْ يَمِينك لابايعك فَبسط يَده فقبضت يَدي فَقَالَ مَا لَك يَا عَمْرو قَالَ أردْت أَن أشْتَرط
قَالَ تشْتَرط مَاذَا قَالَ أَن يغْفر لي
قَالَ أما علمت يَا عَمْرو أَن الْإِسْلَام يهدم مَا كَانَ قبله وَأَن الْهِجْرَة تهدم مَا كَانَ قبلهَا وَأَن الْحَج يهدم مَا كَانَ قبله

رَوَاهُ ابْن خُزَيْمَة فِي صَحِيحه هَكَذَا مُخْتَصرا وَرَوَاهُ مُسلم وَغَيره أطول مِنْهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান