আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১১. অধ্যায়ঃ হজ্জ

হাদীস নং: ১৬৮৯
অধ্যায়ঃ হজ্জ
অধ্যায়: হজ্জ
হজ্জ ও উমরার প্রতি উৎসাহ দান এবং এগুলো আদায় করতে বের হয়ে যারা মারা যায় তাদের প্রসঙ্গ
১৬৮৯. হযরত হাসান ইবন আলী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, জনৈক ব্যক্তি নবী করীম ﷺ -এর নিকট এসে বলল, আমি ভীরু, আমি দুর্বল (তাই জিহাদে অংশগ্রহণ করার সাহস পাচ্ছি না)। রাসূলুল্লাহ ﷺ বললেন, তুমি এমন জিহাদের দিকে আস, যাতে কোন কন্টক নেই। সেটি হল হজ্জ।
(হাদীসটি তাবারানী তাঁর 'কবীর' ও 'আওসাতে' বর্ণনা করেছেন। এর সকল বর্ণনাকারী নির্ভরযোগ্য। আবদুর রাযযাকও এটি বর্ণনা করেন।)
كتاب الْحَج
كتاب الْحَج
التَّرْغِيب فِي الْحَج وَالْعمْرَة وَمَا جَاءَ فِيمَن خرج يقصدهما فَمَاتَ
1689- وَعَن الْحسن بن عَليّ رَضِي الله عَنْهُمَا قَالَ جَاءَ رجل إِلَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ إِنِّي جبان وَإِنِّي ضَعِيف فَقَالَ هَلُمَّ إِلَى جِهَاد لَا شَوْكَة فِيهِ الْحَج

وَرَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير والأوسط وَرُوَاته ثِقَات وَأخرجه عبد الرَّزَّاق أَيْضا
tahqiqতাহকীক:তাহকীক চলমান