আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১১. অধ্যায়ঃ হজ্জ
হাদীস নং: ১৬৯০
অধ্যায়ঃ হজ্জ
অধ্যায়: হজ্জ
হজ্জ ও উমরার প্রতি উৎসাহ দান এবং এগুলো আদায় করতে বের হয়ে যারা মারা যায় তাদের প্রসঙ্গ
হজ্জ ও উমরার প্রতি উৎসাহ দান এবং এগুলো আদায় করতে বের হয়ে যারা মারা যায় তাদের প্রসঙ্গ
১৬৯০. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ্। আমরাতো জিহাদকেই সর্বোত্তম আমল মনে করি। অতএব আমরা কি জিহাদ করব না? তিনি বললেন, তোমাদের জন্য সর্বোত্তম জিহাদ হল মকবুল হজ্জ।।
(হাদীসটি বুখারী প্রমুখ মুহাদ্দিসগণ বর্ণনা করেছেন। ইবন খুযায়মাও তাঁর 'সহীহ' গ্রন্থে এটি এভাবে বর্ণনা করেছেন: হযরত আয়েশা (রা) বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ্। মহিলাদের উপরও কি জিহাদের হুকুম রয়েছে? তিনি বললেন, তাদের উপরও জিহাদ রয়েছে; কিন্তু এতে কোন হাঙ্গামা নেই। এটি হল হজ্জ ও উমরা।)
(হাদীসটি বুখারী প্রমুখ মুহাদ্দিসগণ বর্ণনা করেছেন। ইবন খুযায়মাও তাঁর 'সহীহ' গ্রন্থে এটি এভাবে বর্ণনা করেছেন: হযরত আয়েশা (রা) বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ্। মহিলাদের উপরও কি জিহাদের হুকুম রয়েছে? তিনি বললেন, তাদের উপরও জিহাদ রয়েছে; কিন্তু এতে কোন হাঙ্গামা নেই। এটি হল হজ্জ ও উমরা।)
كتاب الْحَج
كتاب الْحَج
التَّرْغِيب فِي الْحَج وَالْعمْرَة وَمَا جَاءَ فِيمَن خرج يقصدهما فَمَاتَ
التَّرْغِيب فِي الْحَج وَالْعمْرَة وَمَا جَاءَ فِيمَن خرج يقصدهما فَمَاتَ
1690- وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا قَالَت قلت يَا رَسُول الله نرى الْجِهَاد أفضل
الْأَعْمَال أَفلا نجاهد فَقَالَ لَكِن أفضل الْجِهَاد حج مبرور
رَوَاهُ البُخَارِيّ وَغَيره وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَلَفظه قَالَت قلت يَا رَسُول الله هَل على النِّسَاء من جِهَاد قَالَ عَلَيْهِنَّ جِهَاد لَا قتال فِيهِ الْحَج وَالْعمْرَة
الْأَعْمَال أَفلا نجاهد فَقَالَ لَكِن أفضل الْجِهَاد حج مبرور
رَوَاهُ البُخَارِيّ وَغَيره وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَلَفظه قَالَت قلت يَا رَسُول الله هَل على النِّسَاء من جِهَاد قَالَ عَلَيْهِنَّ جِهَاد لَا قتال فِيهِ الْحَج وَالْعمْرَة