আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১১. অধ্যায়ঃ হজ্জ
হাদীস নং: ১৬৮৭
অধ্যায়ঃ হজ্জ
অধ্যায়: হজ্জ
হজ্জ ও উমরার প্রতি উৎসাহ দান এবং এগুলো আদায় করতে বের হয়ে যারা মারা যায় তাদের প্রসঙ্গ
হজ্জ ও উমরার প্রতি উৎসাহ দান এবং এগুলো আদায় করতে বের হয়ে যারা মারা যায় তাদের প্রসঙ্গ
১৬৮৭. উক্ত হযরত আবু হুরায়রা (রা) থেকেই বর্ণিত যে, রাসূলুল্লাহ্ ﷺ বলেছেন: একটি উমরা অপর উমরা পর্যন্ত মধ্যবর্তী সকল গুনাহের কাফ্ফারা হয়ে যায়। আর মকবুল হজ্জের বিনিময় জান্নাত ছাড়া অন্য কিছুই হতে পারে না।
(হাদীসটি মালিক বুখারী, মুসলিম, তিরমিযী, নাসাঈ, ইবন মাজাহ ও ইস্পাহানী বর্ণনা করেছেন। ইস্পাহানী এ অংশটুকু অতিরিক্ত বর্ণনা করেনঃ কোন হাজী যখন তাসবীহ, তাহলীল ও তাকবীর পাঠ করে, তখন তাকে এর বিনিময়ে সুসংবাদ প্রদান করা হয়।)
(হাদীসটি মালিক বুখারী, মুসলিম, তিরমিযী, নাসাঈ, ইবন মাজাহ ও ইস্পাহানী বর্ণনা করেছেন। ইস্পাহানী এ অংশটুকু অতিরিক্ত বর্ণনা করেনঃ কোন হাজী যখন তাসবীহ, তাহলীল ও তাকবীর পাঠ করে, তখন তাকে এর বিনিময়ে সুসংবাদ প্রদান করা হয়।)
كتاب الْحَج
كتاب الْحَج
التَّرْغِيب فِي الْحَج وَالْعمْرَة وَمَا جَاءَ فِيمَن خرج يقصدهما فَمَاتَ
التَّرْغِيب فِي الْحَج وَالْعمْرَة وَمَا جَاءَ فِيمَن خرج يقصدهما فَمَاتَ
1687- وَعنهُ رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الْعمرَة إِلَى الْعمرَة كَفَّارَة لما بَينهمَا وَالْحج المبرور لَيْسَ لَهُ جَزَاء إِلَّا الْجنَّة
رَوَاهُ مَالك وَالْبُخَارِيّ وَمُسلم وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه والأصبهاني
وَزَاد وَمَا سبح الْحَاج من تَسْبِيحَة وَلَا هلل من تَهْلِيلَة وَلَا كبر من تَكْبِيرَة إِلَّا بشر بهَا تبشيرة
رَوَاهُ مَالك وَالْبُخَارِيّ وَمُسلم وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه والأصبهاني
وَزَاد وَمَا سبح الْحَاج من تَسْبِيحَة وَلَا هلل من تَهْلِيلَة وَلَا كبر من تَكْبِيرَة إِلَّا بشر بهَا تبشيرة