আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৯. অধ্যায়ঃ রোযা

হাদীস নং: ১৬৩৫
অধ্যায়ঃ রোযা
তাড়াতাড়ি ইফতার গ্রহণ ও দেরীতে সাহরী খাওয়ার প্রতি উৎসাহ দান প্রসঙ্গ
১৬৩৫. হযরত সাহল ইবন সা'দ (রা) থেকেই বর্ণিত যে, রাসূলুল্লাহ্ ﷺ বলেছেন: আমার উম্মত আমার আদর্শের উপর থাকবে যতদিন তারা ইফতারের জন্য সন্ধ্যাতারার* অপেক্ষা করবে না।
(হাদীসটি ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন।)

*অন্ধকার বৃদ্ধি পেয়ে তারকা উজ্জ্বল্য বৃদ্ধির অপেক্ষার কথাই হাদীসে বলা হয়েছে।
كتاب الصَّوْم
التَّرْغِيب فِي تَعْجِيل الْفطر وَتَأْخِير السّحُور
1635- وَعنهُ رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَا تزَال أمتِي على سنتي مَا لم تنْتَظر بفطرها النُّجُوم

رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه
tahqiqতাহকীক:তাহকীক চলমান