আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৯. অধ্যায়ঃ রোযা
হাদীস নং: ১৬৩৫
অধ্যায়ঃ রোযা
তাড়াতাড়ি ইফতার গ্রহণ ও দেরীতে সাহরী খাওয়ার প্রতি উৎসাহ দান প্রসঙ্গ
১৬৩৫. হযরত সাহল ইবন সা'দ (রা) থেকেই বর্ণিত যে, রাসূলুল্লাহ্ ﷺ বলেছেন: আমার উম্মত আমার আদর্শের উপর থাকবে যতদিন তারা ইফতারের জন্য সন্ধ্যাতারার* অপেক্ষা করবে না।
(হাদীসটি ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন।)
*অন্ধকার বৃদ্ধি পেয়ে তারকা উজ্জ্বল্য বৃদ্ধির অপেক্ষার কথাই হাদীসে বলা হয়েছে।
(হাদীসটি ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন।)
*অন্ধকার বৃদ্ধি পেয়ে তারকা উজ্জ্বল্য বৃদ্ধির অপেক্ষার কথাই হাদীসে বলা হয়েছে।
كتاب الصَّوْم
التَّرْغِيب فِي تَعْجِيل الْفطر وَتَأْخِير السّحُور
1635- وَعنهُ رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَا تزَال أمتِي على سنتي مَا لم تنْتَظر بفطرها النُّجُوم
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه