আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৯. অধ্যায়ঃ রোযা

হাদীস নং: ১৬৩৬
অধ্যায়ঃ রোযা
তাড়াতাড়ি ইফতার গ্রহণ ও দেরীতে সাহরী খাওয়ার প্রতি উৎসাহ দান প্রসঙ্গ
১৬৩৬. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ ﷺ বলেছেন যে, মহান আল্লাহ বলেন, নিশ্চয় আমার বান্দাদের মধ্যে তারাই আমার কাছে বেশি প্রিয়, যারা তাড়াতাড়ি ইফতার করে নেয়।
(হাদিসটি আহমদ বর্ণনা করেছেন। তিরমিযীও এটি বর্ণনা করে হাসান বলে মন্তব্য করেছেন। ইবন খুযায়মা এবং ইবন হিব্বানও হাদীসটি তাঁদের 'সহীহ' গ্রন্থদ্বয়ে বর্ণনা করেন।)
كتاب الصَّوْم
التَّرْغِيب فِي تَعْجِيل الْفطر وَتَأْخِير السّحُور
1636- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الله عز وَجل إِن أحب عبَادي إِلَيّ أعجلهم فطرا

رَوَاهُ أَحْمد وَالتِّرْمِذِيّ وَحسنه وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান