আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৯. অধ্যায়ঃ রোযা
হাদীস নং: ১৬৩৪
অধ্যায়ঃ রোযা
তাড়াতাড়ি ইফতার গ্রহণ ও দেরীতে সাহরী খাওয়ার প্রতি উৎসাহ দান প্রসঙ্গ
১৬৩৪. হযরত সাহল ইবন সা'দ (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: লোকেরা কল্যাণের উপর থাকবে-যতদিন পর্যন্ত তারা তাড়াতাড়ি ইফতার করবে।
(হাদীসটি বুখারী, মুসলিম ও তিরমিযী বর্ণনা করেছেন।)
(হাদীসটি বুখারী, মুসলিম ও তিরমিযী বর্ণনা করেছেন।)
كتاب الصَّوْم
التَّرْغِيب فِي تَعْجِيل الْفطر وَتَأْخِير السّحُور
1634- عَن سهل بن سعد رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَا يزَال النَّاس بِخَير مَا عجلوا الْفطر
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَالتِّرْمِذِيّ
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَالتِّرْمِذِيّ