আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৯. অধ্যায়ঃ রোযা
হাদীস নং: ১৬২৯
অধ্যায়ঃ রোযা
সাহরী খাওয়া, বিশেষত খুরমা দ্বারা সাহরী গ্রহণের প্রতি উৎসাহ দান প্রসঙ্গ
১৬২৯. হযরত আবদুল্লাহ ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত যে, নবী করীম ﷺ বলেছেন: তিন ধরনের মানুষ যা আহার করবে, যদি তা হালাল হয়, তবে তাদের কোন হিসাব দিতে হবে না। রোযাদার, সাহরী গ্রহণকারী ও আল্লাহর পথে সীমান্ত পাহারায় নিয়োজিত ব্যক্তি।
(হাদীসটি বাযযার বর্ণনা করেছেন। তারাবানীও এটি তাঁর 'কবীর' নামক গ্রন্থে বর্ণনা করেন।)
(হাদীসটি বাযযার বর্ণনা করেছেন। তারাবানীও এটি তাঁর 'কবীর' নামক গ্রন্থে বর্ণনা করেন।)
كتاب الصَّوْم
التَّرْغِيب فِي السّحُور سِيمَا بِالتَّمْرِ
1629- وَرُوِيَ عَن عبد الله بن عَبَّاس رَضِي الله عَنْهُمَا أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ ثَلَاثَة لَيْسَ عَلَيْهِم حِسَاب فِيمَا طعموا إِن شَاءَ الله تَعَالَى إِذا كَانَ حَلَالا الصَّائِم والمتسحر والمرابط فِي سَبِيل الله
رَوَاهُ الْبَزَّار وَالطَّبَرَانِيّ فِي الْكَبِير
رَوَاهُ الْبَزَّار وَالطَّبَرَانِيّ فِي الْكَبِير