আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৯. অধ্যায়ঃ রোযা

হাদীস নং: ১৬৩০
অধ্যায়ঃ রোযা
সাহরী খাওয়া, বিশেষত খুরমা দ্বারা সাহরী গ্রহণের প্রতি উৎসাহ দান প্রসঙ্গ
১৬৩০. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ ﷺ বলেছেন: সাহরীর সবুটুকুই বরকতে পরিপূর্ণ, তাই তোমরা সাহরী খাওয়া ছাড়বে না- যদিও তোমাদের কেউ একঢোক পানিপান করেই সাহরী সেরে নেয়। কেননা সাহরী গ্রহণকারীর প্রতি আল্লাহ তা'আলা রহমত বর্ষণ করেন এবং তাঁর ফিরিশতাগণ তাদের জন্য দু'আ করে থাকেন।
(হাদীসটি আহমদ বর্ণনা করেছেন। এর সনদটি শক্তিশালী।)
كتاب الصَّوْم
التَّرْغِيب فِي السّحُور سِيمَا بِالتَّمْرِ
1630- وَعَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم السّحُور كُله بركَة فَلَا تَدعُوهُ وَلَو أَن يجرع أحدكُم جرعة من مَاء فَإِن الله عز وَجل وَمَلَائِكَته يصلونَ على المتسحرين
رَوَاهُ أَحْمد وَإِسْنَاده قوي
tahqiqতাহকীক:তাহকীক চলমান