আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৯. অধ্যায়ঃ রোযা

হাদীস নং: ১৬২৮
অধ্যায়ঃ রোযা
সাহরী খাওয়া, বিশেষত খুরমা দ্বারা সাহরী গ্রহণের প্রতি উৎসাহ দান প্রসঙ্গ
১৬২৮. হযরত আবদুল্লাহ্ ইবনুল হারিস (র) জনৈক সাহাবী থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন: আমি একবার নবী করীম ﷺ-এর কাছে গেলাম। তখন তিনি সাহরী গ্রহণ করছিলেন। তিনি বললেন: এটি একটি বরকতের বস্তু যা আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। অতএব তোমরা এটা ছেড়ে দেবে না।
(হাদীসটি নাসাঈ হাসান সনদে বর্ণনা করেছেন।)
كتاب الصَّوْم
التَّرْغِيب فِي السّحُور سِيمَا بِالتَّمْرِ
1628- وَعَن عبد الله بن الْحَارِث عَن رجل من أَصْحَاب النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ دخلت على النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم وَهُوَ يتسحر فَقَالَ إِنَّهَا بركَة أَعْطَاكُم الله إِيَّاهَا فَلَا تَدعُوهُ

رَوَاهُ النَّسَائِيّ بِإِسْنَاد حسن
tahqiqতাহকীক:তাহকীক চলমান