আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৯. অধ্যায়ঃ রোযা
হাদীস নং: ১৫৯৮
একদিন রোযা ও একদিন রোযা না রাখার প্রতি উৎসাহ দান; আর এটি হল দাউদ (আ)-এর রোযা
১৫৯৮. মুসলিমে অন্য এক বর্ণনায় রয়েছে যে, রাসূলুল্লাহ্ ﷺ তাঁকে বলেছিলেন, একদিন রোযা রাখ বাকী দিনগুলোর পুণ্য তোমার জন্য থাকবে। সে বলল, আমি এর চেয়ে উত্তমটি করতে সক্ষম। তিনি তখন বললেন, তিন দিন রোযা রাখ তোমার জন্য অবশিষ্ট দিনগুলোর পুণ্য সংরক্ষিত থাকবে। সে বলল, আমি এর চেয়ে উত্তম করতে সক্ষম। তিনি বললেন তাহলে আল্লাহর নিকট উত্তম রোযা- দাউদ (আ)-এর মত রোযা রাখ। তিনি একদিন বিরতি দিয়ে একদিন রোযা রাখতেন।
التَّرْغِيب فِي صَوْم يَوْم وإفطار يَوْم وَهُوَ صَوْم دَاوُد عَلَيْهِ السَّلَام
1598- وَفِي رِوَايَة لمُسلم أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَهُ صم يَوْمًا وَلَك أجر مَا بَقِي
قَالَ أَنا أُطِيق أفضل من ذَلِك قَالَ صم ثَلَاثَة أَيَّام وَلَك أجر مَا بَقِي قَالَ إِنِّي أُطِيق أفضل من ذَلِك قَالَ صم أفضل الصّيام عِنْد الله صَوْم دَاوُد عَلَيْهِ السَّلَام كَانَ يَصُوم يَوْمًا وَيفْطر يَوْمًا
قَالَ أَنا أُطِيق أفضل من ذَلِك قَالَ صم ثَلَاثَة أَيَّام وَلَك أجر مَا بَقِي قَالَ إِنِّي أُطِيق أفضل من ذَلِك قَالَ صم أفضل الصّيام عِنْد الله صَوْم دَاوُد عَلَيْهِ السَّلَام كَانَ يَصُوم يَوْمًا وَيفْطر يَوْمًا
