আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৯. অধ্যায়ঃ রোযা

হাদীস নং: ১৫৯৯
একদিন রোযা ও একদিন রোযা না রাখার প্রতি উৎসাহ দান; আর এটি হল দাউদ (আ)-এর রোযা
১৫৯৯. মুসলিমের অন্য একটি বর্ণনা ও আবু দাউদের বর্ণনায় এমন রয়েছে। তিনি বললেন, একদিন বিরতি দিয়ে একদিন রোযা রাখ। এটি মধ্যপন্থার রোযা, এটি দাউদ (আ)-এর রোযা। আমি বললাম, আমি তো এর চেয়ে উত্তমটি করতে সক্ষম। রাসূলুল্লাহ হয় তখন বললেন, এর চেয়ে উত্তম আর নেই।
التَّرْغِيب فِي صَوْم يَوْم وإفطار يَوْم وَهُوَ صَوْم دَاوُد عَلَيْهِ السَّلَام
1599- وَفِي رِوَايَة لمُسلم وَأبي دَاوُد قَالَ صم يَوْمًا وَأفْطر يَوْمًا وَهُوَ أعدل الصّيام وَهُوَ صِيَام دَاوُد عَلَيْهِ السَّلَام قلت إِنِّي أُطِيق أفضل من ذَلِك فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا أفضل من ذَلِك
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৫৯৯ | মুসলিম বাংলা