আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৯. অধ্যায়ঃ রোযা
হাদীস নং: ১৫৯৭
একদিন রোযা ও একদিন রোযা না রাখার প্রতি উৎসাহ দান; আর এটি হল দাউদ (আ)-এর রোযা
১৫৯৭. হযরত আবদুল্লাহ ইব্ন আমর ইবনুল আস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ ﷺ আমাকে বললেন, তুমি নাকি সারা বছর দিনে রোযা রাখ এবং গোটা রাত ধরে নামায পড়? আমি বললাম জ্বী হ্যাঁ। তিনি বললেন, তুমি যদি এমন কর তবে তোমার চক্ষু কোঠরাগত হয়ে পড়বে এবং শরীর দুর্বল হয়ে যাবে। যে ব্যক্তি সারা বছর রোযা রাখে, তার রোযাই নেই। মাসে তিনদিন রোযা পালন সারা মাসের রোযার সমান। আমি বললাম আমিতো এর চেয়ে বেশি সামর্থ্য রাখি। তিনি বললেন, তাহলে দাউদ (আ)-এর মত রোযা রাখ। তিনি এক দিন রোযা রাখতেন ও একদিন ছেড়ে দিতেন এবং শত্রুর মুখোমুখি হলে কখনো পলায়ন করতেন না।
অপর বর্ণনায় এরূপ রয়েছে: যে আমি কি অবগত হইনি যে, তুমি একাধারে রোযা রাখ আর তা ছাড় না এবং সারা রাত নামায পড়? এমন করো না। কেননা তোমার চোখেরও তোমার উপর অধিকার রয়েছে। তোমার শরীরেরও হক রয়েছে এবং পরিবার-পরিজনেরও হক রয়েছে। তাই রোযাও রাখবে, বিরতিও দেবে। নামাযও পড়বে, নিদ্রাও যাবে। দশদিনে একদিন রোযা রাখ, অবশিষ্ট নয় দিনের পুণ্যও তোমার থাকবে। তিমি বললেন, আমি নিজেকে এর চাইতে বেশি সক্ষম মনে করি। তিনি বললেন, তাহলে দাউদ (আ)-এর মত রোযা রাখ। তিনি বললেন, হে আল্লাহর নবী। তিনি কিভাবে রোযা রাখতেন? রাসূলুল্লাহ্ ﷺ বললেন, একদিন বিরতি দিয়ে একদিন রোযা রাখতেন এবং শত্রুর মুখোমুখি হলে পলায়ন করতেন না। অপর এক বর্ণনায় রয়েছে। নবী করীম ﷺ বলেছেন: দাউদ (আ)-এর রোযার উপর আর কোন রোযা নেই, যা ছিল বছরের অর্ধেক। তাই একদিন রোযা রাখ ও একদিন ছেড়ে দাও।
(হাদীসটি বুখারী, মুসলিম প্রমুখ মুহাদ্দিসগণ বর্ণনা করেছেন।)
অপর বর্ণনায় এরূপ রয়েছে: যে আমি কি অবগত হইনি যে, তুমি একাধারে রোযা রাখ আর তা ছাড় না এবং সারা রাত নামায পড়? এমন করো না। কেননা তোমার চোখেরও তোমার উপর অধিকার রয়েছে। তোমার শরীরেরও হক রয়েছে এবং পরিবার-পরিজনেরও হক রয়েছে। তাই রোযাও রাখবে, বিরতিও দেবে। নামাযও পড়বে, নিদ্রাও যাবে। দশদিনে একদিন রোযা রাখ, অবশিষ্ট নয় দিনের পুণ্যও তোমার থাকবে। তিমি বললেন, আমি নিজেকে এর চাইতে বেশি সক্ষম মনে করি। তিনি বললেন, তাহলে দাউদ (আ)-এর মত রোযা রাখ। তিনি বললেন, হে আল্লাহর নবী। তিনি কিভাবে রোযা রাখতেন? রাসূলুল্লাহ্ ﷺ বললেন, একদিন বিরতি দিয়ে একদিন রোযা রাখতেন এবং শত্রুর মুখোমুখি হলে পলায়ন করতেন না। অপর এক বর্ণনায় রয়েছে। নবী করীম ﷺ বলেছেন: দাউদ (আ)-এর রোযার উপর আর কোন রোযা নেই, যা ছিল বছরের অর্ধেক। তাই একদিন রোযা রাখ ও একদিন ছেড়ে দাও।
(হাদীসটি বুখারী, মুসলিম প্রমুখ মুহাদ্দিসগণ বর্ণনা করেছেন।)
التَّرْغِيب فِي صَوْم يَوْم وإفطار يَوْم وَهُوَ صَوْم دَاوُد عَلَيْهِ السَّلَام
1597- عَن عبد الله بن عَمْرو بن الْعَاصِ رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ لي رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِنَّك لتصوم الدَّهْر وَتقوم اللَّيْل قلت نعم
قَالَ إِنَّك إِذا فعلت ذَلِك هجمت لَهُ الْعين ونفهت لَهُ النَّفس لَا صَامَ من صَامَ الْأَبَد صَوْم ثَلَاثَة أَيَّام من الشَّهْر صَوْم الشَّهْر كُله
قلت فَإِنِّي أُطِيق أَكثر من ذَلِك قَالَ فَصم صَوْم دَاوُد عَلَيْهِ السَّلَام كَانَ يَصُوم يَوْمًا وَيفْطر يَوْمًا وَلَا يفر إِذا لَاقَى
وَفِي رِوَايَة ألم أخبر أَنَّك تَصُوم وَلَا تفطر وَتصلي اللَّيْل فَلَا تفعل فَإِن لعينك
حظا وَلِنَفْسِك حظا ولاهلك حظا فَصم وَأفْطر وصل ونم وصم من كل عشرَة أَيَّام يَوْمًا وَلَك أجر تِسْعَة
قَالَ إِنِّي أجد أقوى من ذَلِك يَا نَبِي الله قَالَ فَصم صِيَام دَاوُد عَلَيْهِ السَّلَام
قَالَ وَكَيف كَانَ يَصُوم يَا نَبِي الله قَالَ كَانَ يَصُوم يَوْمًا وَيفْطر يَوْمًا وَلَا يفر إِذا لَاقَى
وَفِي أُخْرَى قَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم لَا صَوْم فَوق صَوْم دَاوُد عَلَيْهِ السَّلَام شطر الدَّهْر صم يَوْمًا وَأفْطر يَوْمًا
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَغَيرهمَا
قَالَ إِنَّك إِذا فعلت ذَلِك هجمت لَهُ الْعين ونفهت لَهُ النَّفس لَا صَامَ من صَامَ الْأَبَد صَوْم ثَلَاثَة أَيَّام من الشَّهْر صَوْم الشَّهْر كُله
قلت فَإِنِّي أُطِيق أَكثر من ذَلِك قَالَ فَصم صَوْم دَاوُد عَلَيْهِ السَّلَام كَانَ يَصُوم يَوْمًا وَيفْطر يَوْمًا وَلَا يفر إِذا لَاقَى
وَفِي رِوَايَة ألم أخبر أَنَّك تَصُوم وَلَا تفطر وَتصلي اللَّيْل فَلَا تفعل فَإِن لعينك
حظا وَلِنَفْسِك حظا ولاهلك حظا فَصم وَأفْطر وصل ونم وصم من كل عشرَة أَيَّام يَوْمًا وَلَك أجر تِسْعَة
قَالَ إِنِّي أجد أقوى من ذَلِك يَا نَبِي الله قَالَ فَصم صِيَام دَاوُد عَلَيْهِ السَّلَام
قَالَ وَكَيف كَانَ يَصُوم يَا نَبِي الله قَالَ كَانَ يَصُوم يَوْمًا وَيفْطر يَوْمًا وَلَا يفر إِذا لَاقَى
وَفِي أُخْرَى قَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم لَا صَوْم فَوق صَوْم دَاوُد عَلَيْهِ السَّلَام شطر الدَّهْر صم يَوْمًا وَأفْطر يَوْمًا
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَغَيرهمَا
