আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৯. অধ্যায়ঃ রোযা

হাদীস নং: ১৫৯৬
বুধ, বৃহস্পতি, শুক্র, শনি ও রবিবারের রোযার প্রতি উৎসাহ দান এবং শুধু শুক্রবার অথবা শনিবারে রোযা রাখার নিষিদ্ধতা প্রসঙ্গে
১৫৯৬. হযরত উম্মে সালামা (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ ﷺ অধিকাংশ সময় শনি ও রবিবারে রোযা রাখতেন এবং তিনি বলতেন এ দিন দু'টি মুশকিদের ঈদ ও আনন্দের দিন। তাই আমি তাদের বিপরীত কর্ম করতে চাই।
(হাদীসটি ইবন খুযায়মা তার 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন।)
التَّرْغِيب فِي صَوْم الْأَرْبَعَاء وَالْخَمِيس وَالْجُمُعَة والسبت والأحد وَمَا جَاءَ فِي النَّهْي عَن تَخْصِيص الْجُمُعَة بِالصَّوْمِ أَو السبت
1596- وَعَن أم سَلمَة رَضِي الله عَنْهَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَكثر مَا كَانَ يَصُوم من الْأَيَّام يَوْم السبت وَيَوْم الْأَحَد كَانَ يَقُول إنَّهُمَا يَوْمًا عيد للْمُشْرِكين وَأَنا أُرِيد أَن أخالفهم

رَوَاهُ ابْن خُزَيْمَة فِي صَحِيحه وَغَيره
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৫৯৬ | মুসলিম বাংলা