আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৯. অধ্যায়ঃ রোযা

হাদীস নং: ১৫৯৫
বুধ, বৃহস্পতি, শুক্র, শনি ও রবিবারের রোযার প্রতি উৎসাহ দান এবং শুধু শুক্রবার অথবা শনিবারে রোযা রাখার নিষিদ্ধতা প্রসঙ্গে
১৫৯৫. ইব্‌ন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে এ হাদীসটি আবদুল্লাহ ইব্‌ন শকীক সূত্রেও তাঁর ফুফু সাম্মা থেকে বর্ণনা করেছেন যে, তিনি বলতেনঃ রাসূলুল্লাহ ﷺ শনিবারের রোযা থেকে নিষেধ করতেন এবং বলেন, তোমাদের কেউ যদি সবুজ ডাল ছাড়া অন্য কিছু না পায়, তবে তা দিয়েই যেন রোযা ভেঙ্গে ফেলে।
(হাফিয (র) বলেনঃ এ নিষেধাজ্ঞাটি শুধুমাত্র শনিবার দিন রোযা রাখার ক্ষেত্রে প্রযোজ্য। যেমন ইতিপূর্বে হযরত আবু হুরায়রা (রা) থেকে হাদীস বর্ণিত হয়েছে যে, "তোমরা শুধুমাত্র শুক্রবারে রোযা রাখবে না। হ্যাঁ, তবে কেউ যদি আগে পিছেও একদিন রোযা রেখে নেয়।" সুতরাং এমন হলে শনিবারের রোযাও জায়েয হবে।)
التَّرْغِيب فِي صَوْم الْأَرْبَعَاء وَالْخَمِيس وَالْجُمُعَة والسبت والأحد وَمَا جَاءَ فِي النَّهْي عَن تَخْصِيص الْجُمُعَة بِالصَّوْمِ أَو السبت
1595- وَرَوَاهُ ابْن خُزَيْمَة فِي صَحِيحه أَيْضا عَن عبد الله بن شَقِيق عَن عمته الصماء أُخْت بسر أَنَّهَا كَانَت تَقول نهى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم عَن صِيَام يَوْم السبت وَيَقُول إِن لم يجد أحدكُم إِلَّا عودا أَخْضَر فليفطر عَلَيْهِ

قَالَ الْحَافِظ وَهَذَا النَّهْي إِنَّمَا هُوَ عَن إِفْرَاده بِالصَّوْمِ لما تقدم من حَدِيث أبي هُرَيْرَة لَا يَصُوم أحدكُم يَوْم الْجُمُعَة إِلَّا أَن يَصُوم يَوْمًا قبله أَو يَوْمًا بعده فَجَاز إِذا صَوْمه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৫৯৫ | মুসলিম বাংলা