আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৯. অধ্যায়ঃ রোযা

হাদীস নং: ১৫৯৪
বুধ, বৃহস্পতি, শুক্র, শনি ও রবিবারের রোযার প্রতি উৎসাহ দান এবং শুধু শুক্রবার অথবা শনিবারে রোযা রাখার নিষিদ্ধতা প্রসঙ্গে
১৫৯৪. হযরত আবদুল্লাহ্ ইব্‌ন বুসর সূত্রে তাঁর ভগ্নি হযরত সাম্মা (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: তোমরা ফরয রোযা ব্যতীত শনিবার দিন কোন রোযা রাখবে না। তোমাদের কেউ যদি ঘরে আঙ্গুরের খোসা অথবা গাছের বাকল ছাড়া অন্য কিছু না পায়, তবে তাই যেন চিবিয়ে নেয়।
(হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন এবং হাসান বলে মন্তব্য করেছেন। নাসাঈও এটি বর্ণনা করেন। ইব্‌ন খু্যায়মাও তাঁর 'সহীহ' গ্রন্থে এটি উল্লেখ করেছেন। আবু দাউদ এটি বর্ণনা করে বলেছেন যে, হাদীসটি মানসূখ অর্থাৎ এর হুকুম রহিত হয়ে গিয়েছে। নাসাঈ, ইবন মাজাহ ও ইবন হিব্বান এ হাদীসটি তাঁর 'সহীহ' গ্রন্থে আবদুল্লাহ্ ইব্‌ন বুসর থেকে তাঁর বোনের উল্লেখ ছাড়া সরাসরি বর্ণনা করেছেন।)
التَّرْغِيب فِي صَوْم الْأَرْبَعَاء وَالْخَمِيس وَالْجُمُعَة والسبت والأحد وَمَا جَاءَ فِي النَّهْي عَن تَخْصِيص الْجُمُعَة بِالصَّوْمِ أَو السبت
1594- وَعَن عبد الله بن بسر عَن أُخْته الصماء رَضِي الله عَنْهُم أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَا تَصُومُوا لَيْلَة السبت إِلَّا فِيمَا افْترض عَلَيْكُم فَإِن لم يجد أحدكُم إِلَّا لحاء عنبة أَو عود شَجَرَة فليمضغه

رَوَاهُ التِّرْمِذِيّ وَحسنه وَالنَّسَائِيّ وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَأَبُو دَاوُد وَقَالَ هَذَا حَدِيث مَنْسُوخ وَرَوَاهُ النَّسَائِيّ أَيْضا وَابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه عَن عبد الله بن بسر دون ذكر أُخْته
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৫৯৪ | মুসলিম বাংলা