আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৯. অধ্যায়ঃ রোযা

হাদীস নং: ১৫৯৩
বুধ, বৃহস্পতি, শুক্র, শনি ও রবিবারের রোযার প্রতি উৎসাহ দান এবং শুধু শুক্রবার অথবা শনিবারে রোযা রাখার নিষিদ্ধতা প্রসঙ্গে
১৫৯৩. হয়রত ইবন সীরীন (র) থেকে বর্ণিত। তিনি বলেন, হযরত আবুদ-দারদা (রা) শুক্রবারের রাতে জাগ্রত থেকে ইবাদত করতেন এবং দিনে রোযা রাখতেন। একদিন সালমান (রা) তাঁর কাছে আসলেন। রাসুলুল্লাহ্ ﷺ এ দু'জনকে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিয়েছিলেন। সালমান তাঁর কাছে নিদ্রা গেলেন। এদিকে আবুদ-দারদা উঠে রাত্রি জাগরণ করতে চাইলেন। সালমান উঠে তাঁর কাছে গেলেন এবং পীড়াপীড়ি করে তাকে শুতে এবং রোযা ছেড়ে দিতে বাধ্য করলেন। আবুদ-দারদা নবী করীম-এর কাছে এসে সবকিছু বললেন। নবী করীম হয় বললেন, হে উয়াইমির। সালমান তোমার চেয়ে বেশি জ্ঞানী। শুক্রবার রাতকে ইবাদতের জন্য নির্দিষ্ট করে রেখো না এবং শুক্রবার দিনটিকেও রোযার জন্য নির্ধারিত করে রেখো না।
(হাদীসটি তাবারানী তাঁর 'কবীর'-এ উত্তম সনদে বর্ণনা করেছেন।)
التَّرْغِيب فِي صَوْم الْأَرْبَعَاء وَالْخَمِيس وَالْجُمُعَة والسبت والأحد وَمَا جَاءَ فِي النَّهْي عَن تَخْصِيص الْجُمُعَة بِالصَّوْمِ أَو السبت
1593- وَعَن ابْن سِيرِين قَالَ كَانَ أَبُو الدَّرْدَاء رَضِي الله عَنهُ يحيي لَيْلَة الْجُمُعَة ويصوم يَوْمهَا فَأَتَاهُ سلمَان وَكَانَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم آخى بَينهمَا ونام عِنْده فَأَرَادَ أَبُو الدَّرْدَاء أَن يقوم ليلته فَقَامَ إِلَيْهِ سلمَان فَلم يَدعه حَتَّى نَام وَأفْطر فجَاء أَبُو الدَّرْدَاء إِلَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَأخْبرهُ فَقَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم عُوَيْمِر سُلَيْمَان أعلم مِنْك لَا تخص لَيْلَة الْجُمُعَة بِصَلَاة وَلَا يَوْمهَا بصيام

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير بِإِسْنَاد جيد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৫৯৩ | মুসলিম বাংলা