আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৯. অধ্যায়ঃ রোযা
হাদীস নং: ১৫৯০
বুধ, বৃহস্পতি, শুক্র, শনি ও রবিবারের রোযার প্রতি উৎসাহ দান এবং শুধু শুক্রবার অথবা শনিবারে রোযা রাখার নিষিদ্ধতা প্রসঙ্গে
১৫৯০. হযরত উম্মুল মু'মিনীন জুওয়াইরিয়া বিনতুল হারিস (রা) থেকে বর্ণিত যে, নবী করীম ﷺ শুক্রবারে তাঁর ঘরে এসেছিলেন, যখন তিনি ছিলেন রোযাদার। তিনি বললেন, তুমি কি গতকাল রোযা রেখেছিলে ? তিনি বললেন, না। তিনি আবার বললেন, আগামীকাল কি তোমার রোযা রাখার ইচ্ছা আছে? তিনি বললেন, না। রাসূলুল্লাহ্ ﷺ বললেন, তা হলে রোযা ছেড়ে দাও।
(হাদীসটি বুখারী ও আবু দাউদ বর্ণনা করেছেন।)
(হাদীসটি বুখারী ও আবু দাউদ বর্ণনা করেছেন।)
التَّرْغِيب فِي صَوْم الْأَرْبَعَاء وَالْخَمِيس وَالْجُمُعَة والسبت والأحد وَمَا جَاءَ فِي النَّهْي عَن تَخْصِيص الْجُمُعَة بِالصَّوْمِ أَو السبت
1590- وَعَن أم الْمُؤمنِينَ جوَيْرِية بنت الْحَارِث رَضِي الله عَنْهَا أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم دخل عَلَيْهَا يَوْم الْجُمُعَة وَهِي صَائِمَة
فَقَالَ أصمت أمس
قَالَت لَا
قَالَ تريدين أَن تصومي غَدا
قَالَت لَا
قَالَ فأفطري
رَوَاهُ البُخَارِيّ وَأَبُو دَاوُد
فَقَالَ أصمت أمس
قَالَت لَا
قَالَ تريدين أَن تصومي غَدا
قَالَت لَا
قَالَ فأفطري
رَوَاهُ البُخَارِيّ وَأَبُو دَاوُد
