আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৯. অধ্যায়ঃ রোযা
হাদীস নং: ১৫৮৯
বুধ, বৃহস্পতি, শুক্র, শনি ও রবিবারের রোযার প্রতি উৎসাহ দান এবং শুধু শুক্রবার অথবা শনিবারে রোযা রাখার নিষিদ্ধতা প্রসঙ্গে
১৫৮৯. হযরত আবূ হুরায়রা (রা) থেকেই বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ ﷺ -কে বলতে শুনেছি যে, তোমাদের কেউ যেন শুধু শুক্রবার দিন রোযা না রাখে। তবে কেউ যদি এর আগে-পিছেও একদিন রোযা রেখে নেয়।
(হাদীসটি বুখারী বর্ণনা করেছেন। বর্ধিত শব্দসমূহ তাঁরই। মুসলিম, তিরমিযী, নাসাঈ, ইবন মাজাহ এবং ইবন খুযায়মাও 'সহীহ' গ্রন্থে এটি বর্ণনা করেছেন।
ইবন খুযায়মার একটি বর্ণনা নিম্নরূপঃ নিশ্চয়ই শুক্রবার হল ঈদের দিন। তাই তোমরা ঈদের দিনকে রোযার দিনে পরিণত করে ফেলো না। হ্যাঁ, এর আগে পিছে যদি তোমরা রোযা রাখ, তবে অন্য কথা।)
(হাদীসটি বুখারী বর্ণনা করেছেন। বর্ধিত শব্দসমূহ তাঁরই। মুসলিম, তিরমিযী, নাসাঈ, ইবন মাজাহ এবং ইবন খুযায়মাও 'সহীহ' গ্রন্থে এটি বর্ণনা করেছেন।
ইবন খুযায়মার একটি বর্ণনা নিম্নরূপঃ নিশ্চয়ই শুক্রবার হল ঈদের দিন। তাই তোমরা ঈদের দিনকে রোযার দিনে পরিণত করে ফেলো না। হ্যাঁ, এর আগে পিছে যদি তোমরা রোযা রাখ, তবে অন্য কথা।)
التَّرْغِيب فِي صَوْم الْأَرْبَعَاء وَالْخَمِيس وَالْجُمُعَة والسبت والأحد وَمَا جَاءَ فِي النَّهْي عَن تَخْصِيص الْجُمُعَة بِالصَّوْمِ أَو السبت
1589- وَعنهُ رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول لَا يصومن أحدكُم يَوْم الْجُمُعَة إِلَّا أَن يَصُوم يَوْمًا قبله أَو يَوْمًا بعده
رَوَاهُ البُخَارِيّ وَاللَّفْظ لَهُ وَمُسلم وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وَابْن خُزَيْمَة فِي صَحِيحه
وَفِي رِوَايَة لِابْنِ خُزَيْمَة إِن يَوْم الْجُمُعَة يَوْم عيد فَلَا تجْعَلُوا يَوْم عيدكم يَوْم صِيَامكُمْ إِلَّا أَن تَصُومُوا قبله أَو بعده
رَوَاهُ البُخَارِيّ وَاللَّفْظ لَهُ وَمُسلم وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وَابْن خُزَيْمَة فِي صَحِيحه
وَفِي رِوَايَة لِابْنِ خُزَيْمَة إِن يَوْم الْجُمُعَة يَوْم عيد فَلَا تجْعَلُوا يَوْم عيدكم يَوْم صِيَامكُمْ إِلَّا أَن تَصُومُوا قبله أَو بعده
