আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৯. অধ্যায়ঃ রোযা

হাদীস নং: ১৫৯১
বুধ, বৃহস্পতি, শুক্র, শনি ও রবিবারের রোযার প্রতি উৎসাহ দান এবং শুধু শুক্রবার অথবা শনিবারে রোযা রাখার নিষিদ্ধতা প্রসঙ্গে
১৫৯১. হযরত মুহাম্মদ ইবন আব্বাদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি জাবির (রা)-কে তাওয়াফরত অবস্থায় জিজ্ঞেস করেছিলাম, রাসুলুল্লাহ ﷺ কি শুক্রবারের রোযা থেকে নিষেধ করেছেন? তিনি বললেন, হ্যাঁ, এই ঘরের প্রভুর শপথ।
(হাদীসটি বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন।)
التَّرْغِيب فِي صَوْم الْأَرْبَعَاء وَالْخَمِيس وَالْجُمُعَة والسبت والأحد وَمَا جَاءَ فِي النَّهْي عَن تَخْصِيص الْجُمُعَة بِالصَّوْمِ أَو السبت
1591 - وَعَن مُحَمَّد بن عباد رَضِي الله عَنهُ قَالَ سَأَلت جَابِرا وَهُوَ يطوف بِالْبَيْتِ أنهى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم عَن صِيَام الْجُمُعَة قَالَ نعم وَرب هَذَا الْبَيْت

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৫৯১ | মুসলিম বাংলা