আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৯. অধ্যায়ঃ রোযা
হাদীস নং: ১৫৮২
বুধ, বৃহস্পতি, শুক্র, শনি ও রবিবারের রোযার প্রতি উৎসাহ দান এবং শুধু শুক্রবার অথবা শনিবারে রোযা রাখার নিষিদ্ধতা প্রসঙ্গে
১৫৮২. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ্ ﷺ বলেছেন: যে ব্যক্তি বুধবার ও বৃহস্পতিবারে রোযা রাখবে, জাহান্নাম থেকে তার মুক্তির ফায়সালা লিখে দেয়া হবে।
( হাদীসটি আবু ইয়ালা বর্ণনা করেছেন।)
( হাদীসটি আবু ইয়ালা বর্ণনা করেছেন।)
التَّرْغِيب فِي صَوْم الْأَرْبَعَاء وَالْخَمِيس وَالْجُمُعَة والسبت والأحد وَمَا جَاءَ فِي النَّهْي عَن تَخْصِيص الْجُمُعَة بِالصَّوْمِ أَو السبت
1582- رُوِيَ عَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من صَامَ يَوْم الْأَرْبَعَاء وَالْخَمِيس كتبت لَهُ بَرَاءَة من النَّار
رَوَاهُ أَبُو يعلى
رَوَاهُ أَبُو يعلى
