আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৯. অধ্যায়ঃ রোযা
হাদীস নং: ১৫৮৩
বুধ, বৃহস্পতি, শুক্র, শনি ও রবিবারের রোযার প্রতি উৎসাহ দান এবং শুধু শুক্রবার অথবা শনিবারে রোযা রাখার নিষিদ্ধতা প্রসঙ্গে
১৫৮৩. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন। যে ব্যক্তি বুধ, বৃহস্পতি ও শুক্রবার দিন রোযা রাখবে, আল্লাহ তার জন্য জান্নাতে এমন একটি ঘর তৈরি করবেন, যার অভ্যন্তরভাগ থেকে বহির্ভাগ থেকে ও বহির্ভাগ থেকে অভ্যন্তরভাগ পরিদৃষ্ট হবে।
(হাদীসটি তাবারানী তাঁর 'আওসাত' নামক গ্রন্থে বর্ণনা করেছেন। তিনি তাঁর 'কবীর' নামক গ্রন্থে এটি হযরত আবু উমামা (রা) সূত্রে বর্ণনা করেছেন।)
(হাদীসটি তাবারানী তাঁর 'আওসাত' নামক গ্রন্থে বর্ণনা করেছেন। তিনি তাঁর 'কবীর' নামক গ্রন্থে এটি হযরত আবু উমামা (রা) সূত্রে বর্ণনা করেছেন।)
التَّرْغِيب فِي صَوْم الْأَرْبَعَاء وَالْخَمِيس وَالْجُمُعَة والسبت والأحد وَمَا جَاءَ فِي النَّهْي عَن تَخْصِيص الْجُمُعَة بِالصَّوْمِ أَو السبت
1583- وَرُوِيَ عَنهُ أَيْضا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من صَامَ الْأَرْبَعَاء وَالْخَمِيس وَالْجُمُعَة بنى الله لَهُ بَيْتا فِي الْجنَّة يرى ظَاهره من بَاطِنه وباطنه من ظَاهره
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَرَوَاهُ فِي الْكَبِير من حَدِيث أبي أُمَامَة
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَرَوَاهُ فِي الْكَبِير من حَدِيث أبي أُمَامَة
