আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৯. অধ্যায়ঃ রোযা
হাদীস নং: ১৫৮১
সোমবার ও বৃহস্পতিবারে রোযা রাখার প্রতি উৎসাহ প্রদান
১৫৮১. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ ﷺ খোঁজ-খবর নিয়ে সোম ও বৃহস্পতিবারে রোযা রাখতেন।
(হাদীসটি নাসাঈ, ইবন মাজাহ ও তিরমিযী বর্ণনা করেছেন। তিরমিযী বলেন, হাদীসটি হাসান-গরীব।)
(হাদীসটি নাসাঈ, ইবন মাজাহ ও তিরমিযী বর্ণনা করেছেন। তিরমিযী বলেন, হাদীসটি হাসান-গরীব।)
التَّرْغِيب فِي صَوْم الِاثْنَيْنِ وَالْخَمِيس
1581- وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا قَالَت كَانَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يتحَرَّى صَوْم الِاثْنَيْنِ وَالْخَمِيس
رَوَاهُ النَّسَائِيّ وَابْن مَاجَه وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن غَرِيب
رَوَاهُ النَّسَائِيّ وَابْن مَاجَه وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن غَرِيب
