আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৯. অধ্যায়ঃ রোযা
হাদীস নং: ১৫৭৮
সোমবার ও বৃহস্পতিবারে রোযা রাখার প্রতি উৎসাহ প্রদান
১৫৭৮. হযরত উসামা ইব্ন যায়দ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ্। আপনি এভাবে রোযা রাখতে শুরু করেন যে, মনে হয় আর বুঝি রোযা ছাড়বেন না। আবার রোযা ছাড়তে শুরু করেন, তখন মনে হয় আর বুঝি রোযা রাখবেন না; কিন্তু দু'টি দিন এর ব্যতিক্রম। এগুলো যদি ধারাবাহিক রোযার ভিতর আসে, তখন তো রোযা রাখেনই, আর না আসলেও আপনি এ দু'দিন রোযা রেখে থাকেন। রাসুলুল্লাহ্ ﷺ বললেন, এ দু'টি দিন কোনগুলো? আমি বললাম, সোমাবার ও বৃহস্পতিবার। তিনি বললেন, এ দু'টি দিন এমন যে, মানুষের আমলসমূহ আল্লাহর দরবারে পেশ করা হয়। তাই আমি পসন্দ করি যে, আমার আমলটি এমন অবস্থায় পেশ করা হোক যে, আমি রোযাদার।
(হাদীসটি আবু দাউদ ও নাসাঈ বর্ণনা করেছেন। এর সনদে দু'জন অপরিচিত রাবী রয়েছেন, কুদামার আযাদকৃত গোলাম ও উসামার আযাদকৃত গোলাম।)
(হাদীসটি আবু দাউদ ও নাসাঈ বর্ণনা করেছেন। এর সনদে দু'জন অপরিচিত রাবী রয়েছেন, কুদামার আযাদকৃত গোলাম ও উসামার আযাদকৃত গোলাম।)
التَّرْغِيب فِي صَوْم الِاثْنَيْنِ وَالْخَمِيس
1578- وَعَن أُسَامَة بن زيد رَضِي الله عَنهُ قَالَ قلت يَا رَسُول الله إِنَّك تَصُوم حَتَّى لَا تكَاد تفطر وتفطر حَتَّى لَا تكَاد تَصُوم إِلَّا يَوْمَيْنِ إِن دخلا فِي صيامك وَإِلَّا صمتهما قَالَ أَي يَوْمَيْنِ قلت يَوْم الِاثْنَيْنِ وَالْخَمِيس قَالَ ذَلِك يَوْمَانِ تعرض فيهمَا الْأَعْمَال على رب الْعَالمين فَأحب أَن يعرض عَمَلي وَأَنا صَائِم
رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَفِي إِسْنَاده رجلَانِ مَجْهُولَانِ مولى قدامَة وَمولى أُسَامَة
رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَفِي إِسْنَاده رجلَانِ مَجْهُولَانِ مولى قدامَة وَمولى أُسَامَة
