আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৯. অধ্যায়ঃ রোযা

হাদীস নং: ১৫৭৯
সোমবার ও বৃহস্পতিবারে রোযা রাখার প্রতি উৎসাহ প্রদান
১৫৭৯. ইবন খুযায়মা এ হাদীসটি তাঁর 'সহীহ' গ্রন্থে শুরাহবীল ইবন সা'দ সূত্রে হযরত উসামা (রা) থেকে এভাবে বর্ণনা করেছেন। উসামা বলেন, রাসূলুল্লাহ্ ﷺ সোম ও বৃহস্পতিবারে রোযা রাখতেন এবং বলতেনঃ এ দু'দিবসে মানুষের আমলসমূহ পেশ করা হয়।
التَّرْغِيب فِي صَوْم الِاثْنَيْنِ وَالْخَمِيس
1579- وَرَوَاهُ ابْن خُزَيْمَة فِي صَحِيحه عَن شُرَحْبِيل بن سعد عَن أُسَامَة قَالَ كَانَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَصُوم الِاثْنَيْنِ وَالْخَمِيس وَيَقُول إِن هذَيْن الْيَوْمَيْنِ تعرض فيهمَا الْأَعْمَال
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৫৭৯ | মুসলিম বাংলা