আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৯. অধ্যায়ঃ রোযা
হাদীস নং: ১৫৬৮
প্রতি মাসে তিন দিন, বিশেষত আইয়ামে বীয-এর রোযার প্রতি উৎসাহ দান প্রসঙ্গ
১৫৬৮. হযরত আবদুল্লাহ ইব্ন আমর ইবনুল আস (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ ﷺ তাঁকে বলেছিলেনঃ আমার কাছে সংবাদ এসেছে যে, তুমি সারা দিন রোযা রাখ আর সারা রাত ধরে নামায পড়? তুমি আর এরূপ করবে না। কেননা তোমার উপর তোমার দেহেরও হক রয়েছে, তোমার দু'চোখের তোমার উপর হক রয়েছে, তোমার স্ত্রীরও হক রয়েছে। অতএব তুমি রোযা রাখবে এবং ছেড়েও দেবে। মাসে তিন দিন রোযা রেখে ফেল। এটিই পূর্ণ বছরের রোযা। আমি বললাম, ইয়া রাসুলুল্লাহ। আমার তো শক্তি রয়েছে। তিনি বললেন, তাহলে দাউদ (আ)-এর মত রোযা রাখ। একদিন রোযা রাখবে আর একদিন ছেড়ে দেবে। আবদুল্লাহ পরে (আফসোস করে) বলতেন, হায়! আমি যদি সহজতর পথটাই অবলম্বন করতাম।
হাদীসটি বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন। নাসাঈও এটি এভাবে বর্ণনা করেনঃ
হযরত আবদুল্লাহ (রা) বলেন, আমি নবী করীম ﷺ -এর নিকট রোযার প্রসঙ্গ আলোচনা করলাম। তিনি বললেন, প্রতি দশদিনে একদিন রোযা রাখ, অবশিষ্ট নয়দিনের পুণ্যও পেয়ে যাবে। আমি বললাম, আমি তো এর চেয়ে অধিক শক্তি রাখি। তিনি বললেন, তাহলে প্রতি নয়দিনে একদিন রোযা রাখ, অবশিষ্ট আটদিনের পুণ্যও পেয়ে যাবে। আমি বললাম, আমি এর চেয়েও বেশি রাখতে পারি। তিনি বললেন, তাহলে প্রতি আটদিনে একদিন রোযা রাখ, অবশিষ্ট সাত দিনের পুণ্যও পেয়ে যাবে। আমি বললাম, আমি এর চেয়ে অধিক রাখতে সক্ষম। আবদুল্লাহ বলেন, এভাবে বলতে বলতে শেষে তিনি বললেন, একদিন রোযা রাখ আর একদিন ছেড়ে দাও।
হাদীসটি বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন। নাসাঈও এটি এভাবে বর্ণনা করেনঃ
হযরত আবদুল্লাহ (রা) বলেন, আমি নবী করীম ﷺ -এর নিকট রোযার প্রসঙ্গ আলোচনা করলাম। তিনি বললেন, প্রতি দশদিনে একদিন রোযা রাখ, অবশিষ্ট নয়দিনের পুণ্যও পেয়ে যাবে। আমি বললাম, আমি তো এর চেয়ে অধিক শক্তি রাখি। তিনি বললেন, তাহলে প্রতি নয়দিনে একদিন রোযা রাখ, অবশিষ্ট আটদিনের পুণ্যও পেয়ে যাবে। আমি বললাম, আমি এর চেয়েও বেশি রাখতে পারি। তিনি বললেন, তাহলে প্রতি আটদিনে একদিন রোযা রাখ, অবশিষ্ট সাত দিনের পুণ্যও পেয়ে যাবে। আমি বললাম, আমি এর চেয়ে অধিক রাখতে সক্ষম। আবদুল্লাহ বলেন, এভাবে বলতে বলতে শেষে তিনি বললেন, একদিন রোযা রাখ আর একদিন ছেড়ে দাও।
التَّرْغِيب فِي صَوْم ثَلَاثَة أَيَّام من كل شهر سِيمَا الْأَيَّام الْبيض
1568- وَعَن عبد الله بن عَمْرو بن الْعَاصِ رَضِي الله عَنْهُمَا أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَهُ بَلغنِي أَنَّك تَصُوم النَّهَار وَتقوم اللَّيْل فَلَا تفعل فَإِن لجسدك عَلَيْك حظا ولعينيك عَلَيْك حظا وَإِن لزوجك عَلَيْك حظا صم وَأفْطر صم من كل شهر ثَلَاثَة أَيَّام فَذَلِك صَوْم الدَّهْر
قلت يَا رَسُول الله إِن لي قُوَّة قَالَ فَصم صَوْم دَاوُد عَلَيْهِ السَّلَام صم يَوْمًا وَأفْطر يَوْمًا فَكَانَ يَقُول يَا لَيْتَني أخذت بِالرُّخْصَةِ
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَالنَّسَائِيّ وَلَفظه قَالَ ذكرت للنَّبِي صلى الله عَلَيْهِ وَسلم الصَّوْم فَقَالَ صم من كل عشرَة أَيَّام يَوْمًا وَلَك أجر تِلْكَ التِّسْعَة
قلت إِنِّي أقوى من ذَلِك قَالَ فَصم من كل تِسْعَة أَيَّام يَوْمًا وَلَك أجر تِلْكَ الثَّمَانِية
فَقلت إِنِّي أقوى من ذَلِك قَالَ فَصم من كل ثَمَانِيَة أَيَّام يَوْمًا وَلَك أجر تِلْكَ السَّبْعَة
قلت إِنِّي أقوى من ذَلِك قَالَ فَلم يزل حَتَّى قَالَ صم يَوْمًا وَأفْطر يَوْمًا
قلت يَا رَسُول الله إِن لي قُوَّة قَالَ فَصم صَوْم دَاوُد عَلَيْهِ السَّلَام صم يَوْمًا وَأفْطر يَوْمًا فَكَانَ يَقُول يَا لَيْتَني أخذت بِالرُّخْصَةِ
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَالنَّسَائِيّ وَلَفظه قَالَ ذكرت للنَّبِي صلى الله عَلَيْهِ وَسلم الصَّوْم فَقَالَ صم من كل عشرَة أَيَّام يَوْمًا وَلَك أجر تِلْكَ التِّسْعَة
قلت إِنِّي أقوى من ذَلِك قَالَ فَصم من كل تِسْعَة أَيَّام يَوْمًا وَلَك أجر تِلْكَ الثَّمَانِية
فَقلت إِنِّي أقوى من ذَلِك قَالَ فَصم من كل ثَمَانِيَة أَيَّام يَوْمًا وَلَك أجر تِلْكَ السَّبْعَة
قلت إِنِّي أقوى من ذَلِك قَالَ فَلم يزل حَتَّى قَالَ صم يَوْمًا وَأفْطر يَوْمًا
