আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৯. অধ্যায়ঃ রোযা

হাদীস নং: ১৫৬৯
প্রতি মাসে তিন দিন, বিশেষত আইয়ামে বীয-এর রোযার প্রতি উৎসাহ দান প্রসঙ্গ
১৫৬৯. নাসাঈরই অপর একটি বর্ণনা ও মুসলিমের রিওয়ায়াতে এরূপ রয়েছে। রাসুলুল্লাহ ﷺ বললেন, তুমি একদিন রোযা রাখ, অবশিষ্ট দিনগুলোর সওয়াব তুমি তাতেই পেয়ে যাবে। সে বলল, আমি এর চেয়ে বেশি রাখতে পারি। তিনি বললেন, তাহলে দু'দিন রোযা রাখ, অবশিষ্ট দিনগুলোর পুণ্য তোমার জন্যে থাকবে। সে বলল, আমি এর চেয়েও বেশি রাখতে সক্ষম। তিনি বললেন, তাহলে তিন দিন রোযা রাখ, অবশিষ্ট দিনগুলোর শূণ্য তোমার থাকবে। সে বলল, আমি এর চেয়েও বেশি সক্ষম। তখন তিনি বললেন, তাহলে চার দিন রোযা রাখ। অবশিষ্ট দিনগুলোর পুণ্য তোমার থাকবে। সে বলল, আমি এর চেয়েও বেশি সামর্থ রাখি। তিনি বললেন, তাহলে আল্লাহর নিকট সর্বোত্তম রোযারূপে বিবেচিত দাউদ (আ)-এর রোযা রাখ। তিনি একদিন রোযা রাখতেন ও একদিন ছেড়ে দিতেন।
التَّرْغِيب فِي صَوْم ثَلَاثَة أَيَّام من كل شهر سِيمَا الْأَيَّام الْبيض
1569- وَفِي رِوَايَة لَهُ أَيْضا وَلمُسلم أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ صم يَوْمًا وَلَك أجر مَا بَقِي قَالَ إِنِّي أُطِيق أَكثر من ذَلِك قَالَ صم يَوْمَيْنِ وَلَك أجر مَا بَقِي قَالَ إِنِّي أُطِيق أَكثر من ذَلِك قَالَ صم ثَلَاثَة أَيَّام وَلَك أجر مَا بَقِي قَالَ إِنِّي أُطِيق أَكثر من ذَلِك قَالَ صم أَرْبَعَة أَيَّام وَلَك أجر مَا بَقِي قَالَ إِنِّي أُطِيق أَكثر من ذَلِك قَالَ فَصم أفضل الصّيام عِنْد الله صَوْم دَاوُد كَانَ يَصُوم يَوْمًا وَيفْطر يَوْمًا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৫৬৯ | মুসলিম বাংলা