আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৯. অধ্যায়ঃ রোযা
হাদীস নং: ১৫৬৭
প্রতি মাসে তিন দিন, বিশেষত আইয়ামে বীয-এর রোযার প্রতি উৎসাহ দান প্রসঙ্গ
১৫৬৭. হযরত আমর ইবন শুরাহবীল (রা) সূত্রে জনৈক সাহাবী থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ ﷺ -কে জিজ্ঞাসা করা হয়েছিল, কোন ব্যক্তি কি সারা বছর রোযা রাখতে পারে? তিনি বলেছিলেন, আমার তো মন চায় যে, সে সারা বছর না খেয়ে কাটিয়ে দিক। লোকেরা বলল, তাহলে বছরের দুই-তৃতীয়াংশ? তিনি বললেন, এটিও অধিক হয়ে যায়। তারা আবার প্রশ্ন করল, তাহলে অর্ধ বছর? তিনি বললেন, এটিও বেশি। তারপর তিনি বললেন, আমি কি তোমাদের বলে দিব না, কোন জিনিস অন্তরের কলুষতা ও হিংসা-বিদ্বেষাদি দূর করে দেয় ? (তা হলো) প্রতি মাসে তিন দিন রোযা পালন।
(হাদীসটি নাসাঈ বর্ণনা করেছেন।)
(হাদীসটি নাসাঈ বর্ণনা করেছেন।)
التَّرْغِيب فِي صَوْم ثَلَاثَة أَيَّام من كل شهر سِيمَا الْأَيَّام الْبيض
1567- وَعَن عَمْرو بن شُرَحْبِيل رَضِي الله عَنهُ عَن رجل من أَصْحَاب النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قيل للنَّبِي صلى الله عَلَيْهِ وَسلم رجل يَصُوم الدَّهْر فَقَالَ وددت أَنه لم يطعم الدَّهْر
قَالُوا فثلثيه قَالَ أَكثر
قَالُوا فنصفه قَالَ أَكثر ثمَّ قَالَ أَلا أخْبركُم بِمَا يذهب وحر الصَّدْر قَالَ صَوْم ثَلَاثَة أَيَّام من كل شهر
رَوَاهُ النَّسَائِيّ
قَالُوا فثلثيه قَالَ أَكثر
قَالُوا فنصفه قَالَ أَكثر ثمَّ قَالَ أَلا أخْبركُم بِمَا يذهب وحر الصَّدْر قَالَ صَوْم ثَلَاثَة أَيَّام من كل شهر
رَوَاهُ النَّسَائِيّ
