আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৯. অধ্যায়ঃ রোযা
হাদীস নং: ১৫৬৬
অধ্যায়ঃ রোযা
প্রতি মাসে তিন দিন, বিশেষত আইয়ামে বীয-এর রোযার প্রতি উৎসাহ দান প্রসঙ্গ
১৫৬৬. নাসাঈর অপর বর্ণনায় এরূপ রয়েছে। যে ব্যক্তি প্রতি মাসে তিনটি রোযা রাখল, তার মাসের রোযা পূর্ণ হয়ে গেল অথবা তার জন্য এক মাসের রোযা হয়ে গেল।
كتاب الصَّوْم
التَّرْغِيب فِي صَوْم ثَلَاثَة أَيَّام من كل شهر سِيمَا الْأَيَّام الْبيض
1566- وَفِي رِوَايَة للنسائي من صَامَ ثَلَاثَة أَيَّام من كل شهر فقد تمّ صَوْم الشَّهْر أَو فَلهُ صَوْم الشَّهْر