আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৯. অধ্যায়ঃ রোযা

হাদীস নং: ১৫৬৩
প্রতি মাসে তিন দিন, বিশেষত আইয়ামে বীয-এর রোযার প্রতি উৎসাহ দান প্রসঙ্গ
১৫৬৩. হযরত ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ ﷺ বলেছেন: ধৈর্যের মাসের রোযা এবং প্রতি মাসে তিন দিনের রোযা অন্তরের কলুষতা ও হিংসা-বিদ্বেষাদি দূর করে দেয়।
(হাদীসটি বাযযার বর্ণনা করেছেন। এ হাদীসের বর্ণনাকারীগণ 'সহীহ' গ্রন্থের বর্ণনাকারীদের মতই। আহমদ, ইবন হিব্বান এবং বায়হাকী এটি জনৈক বেদুঈনের হাদীস হিসেবে বর্ণনা করেছেন এবং তাঁর নাম উল্লেখ করেননি। বাযযার এটি হযরত আলী (রা) সূত্রেও বর্ণনা করেছেন। হাদীসে উল্লেখিত 'ধৈর্যের মাস' হচ্ছে রমযানের মাস।)
التَّرْغِيب فِي صَوْم ثَلَاثَة أَيَّام من كل شهر سِيمَا الْأَيَّام الْبيض
1563- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم صَوْم شهر الصَّبْر وَثَلَاثَة أَيَّام من كل شهر يذْهبن وحر الصَّدْر

رَوَاهُ الْبَزَّار وَرِجَاله رجال الصَّحِيح وَرَوَاهُ أَحْمد وَابْن حبَان فِي صَحِيحه وَالْبَيْهَقِيّ الثَّلَاثَة من حَدِيث الْأَعرَابِي وَلم يسموه وَرَوَاهُ الْبَزَّار أَيْضا من حَدِيث عَليّ
شهر الصَّبْر هُوَ رَمَضَان
ووحر الصَّدْر هُوَ بِفَتْح الْوَاو والحاء الْمُهْملَة بعدهمَا رَاء هُوَ غشه وحقده ووساوسه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৫৬৩ | মুসলিম বাংলা