আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৯. অধ্যায়ঃ রোযা

হাদীস নং: ১৫৬২
প্রতি মাসে তিন দিন, বিশেষত আইয়ামে বীয-এর রোযার প্রতি উৎসাহ দান প্রসঙ্গ
১৫৬২. হযরত কুররা ইবন ইয়াস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন। প্রতি মাসে তিন দিন রোযা পালন করা যেন সারা জীবন রোযা পালন করার মত। আবার এটি সারা জীবন রোযা না রাখাও।
(হাদীসটি আহমদ সহীহ সনদে বর্ণনা করেছেন। বাযযার এবং, তাবারানীও এটি বর্ণনা করেছেন। ইবন হিব্বানও তাঁর 'সহীহ' গ্রন্থে এটি বর্ণনা করেন।)
التَّرْغِيب فِي صَوْم ثَلَاثَة أَيَّام من كل شهر سِيمَا الْأَيَّام الْبيض
1562- وَعَن قُرَّة بن إِيَاس رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم صِيَام ثَلَاثَة أَيَّام من كل شهر صِيَام الدَّهْر وإفطاره

رَوَاهُ أَحْمد بِإِسْنَاد صَحِيح وَالْبَزَّار وَالطَّبَرَانِيّ وَابْن حبَان فِي صَحِيحه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৫৬২ | মুসলিম বাংলা